Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
ফের নেপালে ঘাঁটি গাড়ছে কেএলও গোষ্ঠী

ফের নেপালে ঘাঁটি গাড়ছে কেএলও গোষ্ঠী

ফের নেপালে ঘাঁটি গাড়ছে কেএলও গোষ্ঠী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ফের নেপালে ঘাঁটি গাড়ছে কেএলও গোষ্ঠী। জীবন সিংহের নির্দেশেই নাগাল্যান্ডের নিরাপদ ডেরায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএসসিএন এর ছত্রছায়ায় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে নেপালে জঙ্গি গোষ্ঠি বিস্তারের পরিকল্পনা। রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের অভিযানে সক্রিয় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের মিলিট্যান্ট ধন কুমার বর্মন (২৬) গ্রেপ্তার। ধৃত বক্সীরহাটের বাসিন্দা।

 

জঙ্গী মিলিট্যান্ট ধন কুমার রাষ্ট্র দ্রোহী মামলায় ফারার আসামি কেএলও প্রধান জীবন সিংহের খাস পেয়াদা। জঙ্গি প্রধান জীবন সিংহের সংস্পর্শেই জঙ্গি সংগঠনে যুক্ত হয়। তার কথা মতোই আধুনিক অস্ত্রের প্রশিক্ষণ শিবিরে যোগ দেয় কলেজ ছাত্র। তুফানগঞ্জ কলেজের স্নাতকস্তরের দ্বিতীয় বর্ষের ছাত্র বসিরহাটের ধন কুমার ওরফে স্বপন কুমারের কেডিপি দলের কর্মী ছিল।

 

পরে ২০২১সালে কেএলও নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ তার। রবিবার রাতে শিলিগুড়িকে করিডর করে নেপালের উদ্দেশ্যে যাওয়ার পথেই রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স গোপন অভিযান চালিয়ে হাতেনাতে গ্রেপ্তার করে তাকে। বেশ কয়েকমাস আগে কেএলও জঙ্গি মিলিট্যান্ট অবিনাশ রায় ও মৃনাল সহ মোট তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করেই পুলিশ জানতে পারে কেএলও প্রধানের নির্দেশে উত্তরবঙ্গ থেকে একটি দলের মায়নমারে জঙ্গি শিবিরের প্রশিক্ষনের কথা স্থির হয়েছে। একটি তালিকাও হাতে আসে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের। সেই তালিকা ধরে লাগাতার গোপন অভিযান চালাচ্ছে রাজ্য পুলিশ।

 

পুলিশের হাতে আসা ২৮জনের ওই দলের তালিকায় নাম ছিল ধনকুমারেরও। জানা গিয়েছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এদিন দেবীগঞ্জের ভদ্রপুর সীমান্ত এলাকায় চোরা পথে নেপালে অনুপ্রবেশের উদ্দেশ্য ছিল সেখান থেকে জঙ্গি মিলিট্যান্টকে গ্রেপ্তার করে এসটিএফ।উত্তরবঙ্গের স্পেশ্যাল টাস্ক ফোর্সের ডিএসপি সুদীপ ভট্টাচার্য্য জানান যুবক সক্রিয় মিলিট্যান্ট। ফেব্রুয়ারি মাসে সে নাগাল্যান্ডের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর আগ্নেয়াস্ত্র ও অত্যাধুনিক অস্ত্র, বোমার প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষন নেয়। সেখানে জঙ্গি কার্যকলাপের হাতে খড়ির পরই কেএলও জঙ্গি প্রধান জীবন সিংহের নির্দেশে নেপালে যাচ্ছিল জঙ্গি সংগঠন বিস্তারে।

 

সরাসরি তার সঙ্গে জঙ্গি প্রধান জীবন সিংহের যোগাযোগ রয়েছে। তার সঙ্গে সরাসরি জীবন সিংহের যোগাযোগের প্রমান ও কথোপকথনের অডিও পুলিশের হাতে এসেছে। ধৃতকে সোমবার শিলিগুড়ি আদালতে পেশ করা হলে এক দিনের জেল হেফাজতের পর রাজ্য বিরোধী কার্যকলাপে ইউএপি মামলায় পুনরায় মঙ্গলবার শিলিগুড়ি আদালতের স্পেশ্যাল কোর্টে পেশ করা হবে বলে জানান সরকারি আইনজীবী সুশান্ত নিয়োগী। ১৪দিনের পুলিশী হেফাজতের আবেদন করছে শিলিগুড়ি আদালত। এদিকে পুলিশ সূত্রে উঠে আসছে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর মিলিট্যান্টকে ঘিরে একাধিক চাঞ্চল্যকর তথ্য।

আরও পড়ুন – মুর্শিদাবাদে ছাত্রী হত্যাকাণ্ডে নতুন মিসিং লিঙ্ক! সুতাপা ও সুশান্তের মাঝের মধ্যস্থতাকারীর খুঁজে হন্যে তদন্তকারীরা

জীবন সিংহের ডান হাত হয়ে নেপালে জঙ্গি অভ্যুত্থান ও সংগঠন বিস্তারে কাজ করছিল সে। ২০১৪এর আগে টমি অধিকারীর নেতৃত্বে নেপালকে জঙ্গী শিবিরের লালকোঠি তৈরি করা হয়। টমিকে গ্রেপ্তার করে সে সময়ে নেপালে জঙ্গি সংগঠনকে ছত্রভঙ্গ করে একে একে কেএলও জঙ্গি ও লিংকম্যানদের হেফাজতে নেয় পুলিশ। ফারার আসামী জীবনের নির্দেশে ফের নেপালে জঙ্গি সংগঠনের সর্দার হয়ে উঠছিল বয়স ২৬এর এই যুবক। জানা গিয়েছে তার বাবা পূর্বে লিংকম্যান হিসেবে গ্রেপ্তার হয়। তাদের বাড়িতে কেএলও জঙ্গিদের গোপন আস্তানা ছিল।

 

কলেজের দ্বিতীয় বর্ষ থেকে সরাসরি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পড়ে সে। নাগাল্যান্ডের নিরাপদ ডেরায় গিয়ে সেখান থেকে মায়ানমারে দেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএসসিএন খাপলাঙ গোষ্ঠীর ইয় ইয়ংয়ের নেতৃত্বে অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ নেয়। তার কাছ থেকে একটি হলুদ ডায়েরি উদ্ধার করেছে পুলিশ যাতে রয়েছে প্রায় ১০০টি কেএলও জঙ্গি, গোপন ডেরা ও অস্ত্র প্রশিক্ষিনের সর্দারদের নাম ও নাম্বার।এই মুহূর্তে সে হলুদ ডায়েরি ধরেই তদন্তে এগোচ্ছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top