কেকেআর বনাম সিএসকে খেলার পূর্বাভাস. আইপিএলের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। আইপিএল শুরুর মাত্র দুদিন আগে চেন্নাই দলের নতুন অধিনায়ক হিসেবে রবীন্দ্র জাদেজাকে এনে নিজেকে সরিয়ে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে জাদেজাকে।
আরও পড়ুন – অএক ধাক্কায় ১০ শতাংশ দাম বৃদ্ধি পেল হৃদরোগ, উচ্চ রক্তচাপ সহ ৮০০ ওষুধের
ভিসার কারণে দেরিতে দলে যোগ দেন মঈন আলী। প্রথম ম্যাচ খেলবেন না তিনি। অন্যদিকে ফাস্ট বোলার দীপক চাহার চোট পেয়েছেন। এমন পরিস্থিতিতে দুজনেরই বিকল্প খুঁজতে হবে জাদেজাকে। মঈনের জায়গায় একাদশে জায়গা পেতে পারেন ডেভন কনওয়ে। এর বড় কারণ কনওয়ে স্পিনারদের ভালো খেলতে পারেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি রশিদ খান ও মহম্মদ নবীকে ভীষণভাবে ধুয়ে দিয়েছেন।
এমন পরিস্থিতিতে মিডল অর্ডারে রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনকে সামলানোর সুযোগ পেতে পারেন তিনি। কলকাতা দলের নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারেরও অসুবিধা কম নয়। টুর্নামেন্টের আগেই প্রত্যাহার করে নেন অ্যালেক্স হেলস। তাঁর জায়গায় এসেছেন অ্যারন ফিঞ্চ। দেরিতে দলে যোগ দেওয়ার কারণে ফিঞ্চও প্রথম ম্যাচ খেলতে পারবেন না। এমন পরিস্থিতিতে শ্রেয়াসকেও তাঁর বিকল্প খুঁজতে হবে। যদিও দলের অলরাউন্ডার আন্দ্রে রাসেল এবং ভেঙ্কটেশ আইয়ার প্রস্তুত।
আরও পড়ুন- জলদাপাড়া জাতীয় উদ্যানে গণ্ডার শুমারির প্রথম দিন নির্বিগ্নেই সম্পন্ন
কলকাতা নাইট রাইডার্স: ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শিবম মাভি, টিম সাউদি, বরুণ চক্রবর্তী এবং উমেশ যাদব।
চেন্নাই সুপার কিংস: ঋতুরাজ গায়কওয়াড়, রবিন উথাপ্পা, ডেভন কনওয়ে, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা (অধিনায়ক), শিবম দুবে, এমএস ধোনি (উইকেট কিপার), ডোয়াইন ব্রাভো, রাজবর্ধন হ্যাঙ্গারগেকার, ক্রিস জর্ডান/মহেশ থিকশানা এবং অ্যাডাম মিলনে।