২৬ নভেম্বর, দেখতে দেখতে কেটে গেল ১১ বছর। কিন্তু আজও কেউ ভোলেনি সেই ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারানো ব্যক্তিদের কথা। ১১ বছর আগের ঠিক এই দিনেই যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এক সঙ্গে চালানো হয়েছিল চার-চারটি আত্মঘাতী বিমান হামলা৷ হামলায় নিহত হন প্রায় ৩ হাজার মানুষ৷ স্থানীয় সময় ৯টার দিকে চারটি মার্কিন যাত্রিবাহী বিমান ছিনতাই করে এই হামলা হয়৷
মুম্বইয়ের মেরিন ড্রাইভে পুলিশ মেমোরিয়ালে গিয়ে শ্রদ্ধা জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ ও মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিংহ কোশিয়ারি। সাথে মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র মর্গ্যান অর্টাগাসও ট্যুইট করে জঙ্গি হামলার নিন্দা করেছেন এবং মৃতদের পরিবারের পাশে থাকার কথাও জানিয়েছেন।



















