অবাক হলো এবার উত্তরবঙ্গ, কেন জানেন?

অবাক হলো এবার উত্তরবঙ্গ, কেন জানেন?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
কেন

অবাক উত্তরবঙ্গ, কেন জানেন? অনেক দিন ধরে বাঙালিরা গঙ্গায় ইলিশ আসার অপেক্ষায় ছিল। এবার ইলিশ এল তবে গঙ্গার নয়, উত্তরবঙ্গের অখ্যাত মানসাই নদীতে এল ঝাঁকে ঝাঁকে বড় ইলিশ। আচমকা মানসাইতে ঝাঁকে ঝাঁকে বড় ইলিশ ধরা পড়তেই খুশির বন্যা মৎস্যজীবীদের মধ্যে। ফারাক্কায় ইলিশ রেঞ্চিং স্টেশন তৈরি হওয়ায় আগামী মরশুম থেকে পদ্মা থেকে উজিয়ে গঙ্গায় ইলিশ আসবে নিয়মিত।

 

এমনটাই আশা এ দেশের মৎস্য বিজ্ঞানীদের। অভিপ্রেত সময়ের কিছুটা তারতম্য হতে পারে। কিন্তু ইলিশ যে আসছেই সে বিষয়ে নিশ্চিত। তবে গঙ্গায় আসার আগেই ইলিশ ঢুকতে শুরু করেছে অন্য নদীতে। যেখানে কালেভদ্রে এক আধটা ইলিশ ঢুকে যায়, সেখানে ঝাঁকে ঝাঁকে ঢুকছে ইলিশ। সবাই আশা করছেন, গোটা নভেম্বর জুড়েই মানসাইয়ে জলে মিলবে পদ্মা-মেঘনার বিখ্যাত রুপোলি ফসল।

 

এই ইলিশের স্বাদ গঙ্গা-পদ্মার ইলিশের মতো না হলেও স্থানীয় নদীতে ধরা বপড়ায় উৎসাহ রয়েছে কেনাতেও। প্রতিদিনই সব কটা স্থানীয় ইলিশ বিক্রি হয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে। মানসাই নদীটি বাংলাদেশে ঢুকে মিশেছে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে। ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে মিশেছে পদ্মার সঙ্গে। পদ্মা থেকে মানসাইয়ের নদীপথে দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার। এতটা নদীপথ উজিয়ে খুব অল্প সংখ্যক ইলিশ মানসাই নদীতে আসে। তবে এ বছর ভালো ইলিশ ধরা পড়ার ইঙ্গিত মিলেছে। কোচবিহার জেলার  মাথাভাঙা লাগোয়া এলাকায় থাকা মত্সজীবীরা ইলিশ ধরার তোড়জোর শুরু করেছেন।

 

আর ও পড়ুন   আইএসএফ-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র ভাঙড়

 

উল্লেখ্য, অবাক উত্তরবঙ্গ, কেন জানেন? অনেক দিন ধরে বাঙালিরা গঙ্গায় ইলিশ আসার অপেক্ষায় ছিল। এবার ইলিশ এল তবে গঙ্গার নয়, উত্তরবঙ্গের অখ্যাত মানসাই নদীতে এল ঝাঁকে ঝাঁকে বড় ইলিশ। আচমকা মানসাইতে ঝাঁকে ঝাঁকে বড় ইলিশ ধরা পড়তেই খুশির বন্যা মৎস্যজীবীদের মধ্যে। ইলিশগুলি সব এক এক কেজির বেশি ওজনের। ফারাক্কায় ইলিশ রেঞ্চিং স্টেশন তৈরি হওয়ায় আগামী মরশুম থেকে পদ্মা থেকে উজিয়ে গঙ্গায় ইলিশ আসবে নিয়মিত। এমনটাই আশা এ দেশের মৎস্য বিজ্ঞানীদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top