কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধেও রাজ্যের তদন্তে ছাড়পত্র, অনুমতি ছাড়াই মামলা করতে পারে রাজ্য—তাৎপর্যপূর্ণ সুপ্রিম রায়

কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধেও রাজ্যের তদন্তে ছাড়পত্র, অনুমতি ছাড়াই মামলা করতে পারে রাজ্য—তাৎপর্যপূর্ণ সুপ্রিম রায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – রাজ্যের সীমানার মধ্যে দুর্নীতির অভিযোগ উঠলে কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধেও তদন্ত করতে পারবে রাজ্য সরকারি সংস্থা। তার জন্য আলাদা করে কেন্দ্রীয় কোনও অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। এমনই তাৎপর্যপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্র ও একাধিক রাজ্যের মধ্যে যখন রাজনৈতিক টানাপোড়েন তীব্র, সেই প্রেক্ষাপটে শীর্ষ আদালতের এই সিদ্ধান্ত বিশেষ গুরুত্ব পাচ্ছে।
মামলাটির সূত্রপাত রাজস্থান থেকে। কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক নবল কিশোর মীনার বিরুদ্ধে রাজ্যের সীমানার মধ্যে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে রাজস্থান পুলিশ তদন্ত শুরু করে এবং চার্জশিটও জমা দেয়। অভিযুক্ত আধিকারিকের দাবি ছিল, তিনি কেন্দ্রীয় সরকারি কর্মী হওয়ায় একমাত্র কেন্দ্রীয় সংস্থাই তাঁর বিরুদ্ধে তদন্ত করতে পারে। সিবিআইয়ের অনুমতি ছাড়া রাজ্য পুলিশের কোনও এক্তিয়ার নেই বলেও দাবি করেন তিনি।
তবে রাজস্থান হাই কোর্ট তাঁর সেই যুক্তি খারিজ করে দেয়। এরপর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। কিন্তু সেখানেও স্বস্তি মেলেনি। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, রাজ্যের ভৌগোলিক সীমানার মধ্যে কোনও কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে রাজ্য পুলিশ বা রাজ্য তদন্তকারী সংস্থার পূর্ণ অধিকার রয়েছে তদন্ত চালানোর।
বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ জানায়, অভিযোগ দায়ের, তদন্ত এবং চার্জশিট পেশ—সব ক্ষেত্রেই রাজ্যের আইনগত ক্ষমতা রয়েছে। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট একাধিক পূর্ববর্তী রায়ের উল্লেখ করে জানায়, অতীতেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের বিরুদ্ধে রাজ্য সংস্থাকে তদন্তের অনুমতি দেওয়া হয়েছে।
আইন বিশেষজ্ঞদের মতে, এই রায় কেন্দ্র-রাজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করল। সাম্প্রতিক সময়ে একাধিক রাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার করা হচ্ছে। সেই আবহে সুপ্রিম কোর্টের এই রায় রাজ্যগুলিকেও তদন্তের ক্ষেত্রে আরও শক্তিশালী করল বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
এই সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও আরও সতর্কভাবে কাজ করতে হবে বলে মত আইন মহলের। কারণ রাজ্যের মাটিতে কোনও অনিয়মের অভিযোগ উঠলে, তদন্ত এড়িয়ে যাওয়ার সুযোগ আর থাকছে না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top