কেন্দ্রীয় কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় সুখবর, বাড়ল মহার্ঘ ভাতা

কেন্দ্রীয় কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় সুখবর, বাড়ল মহার্ঘ ভাতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দেশ – উৎসবের মরসুমের প্রাক্কালে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এল বড় সুখবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা মহার্ঘ ভাতা (ডিএ) ৩ শতাংশ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এর ফলে ডিএ ৫৫ শতাংশ থেকে বেড়ে দাঁড়াল ৫৮ শতাংশে।

সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগী। জানা গিয়েছে, এই বর্ধিত ভাতা ২০২৪ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। অর্থাৎ গত কয়েক মাসের বকেয়া হিসেবও কর্মচারী ও অবসরপ্রাপ্তরা হাতে পাবেন।

সেভেন্থ পে কমিশনের আওতাভুক্ত সকল কর্মী এবং পেনশনভোগীরাই এই সুবিধা পাবেন। দিওয়ালির ঠিক আগে সরকারের এই পদক্ষেপ কর্মী মহলে আর্থিক স্বস্তি এনে দেবে বলেই মনে করা হচ্ছে। ফলে উৎসবের আগে পরিবারে কেনাকাটা ও অন্যান্য খরচ সামলাতে অনেকটাই স্বাচ্ছন্দ্য পাবেন সরকারি কর্মচারীরা।

সরকারি মহল জানিয়েছে, দীর্ঘদিন ধরেই ডিএ বাড়ানোর দাবি উঠছিল। শেষ পর্যন্ত উৎসবের মরসুমকে সামনে রেখেই কর্মীদের আর্থিক স্বস্তি দিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top