কেন্দ্রীয় বঞ্চনা,উৎসবের মুখেও বিষাদের সুর পারলালপুরে । রাজ্য সরকার ভাঙন প্রতিরোধে কেন্দ্রকে পদক্ষেপ করতে বললেও ভাঙ্গন প্রতিরোধে কেন্দ্রের বঞ্চনা চলছেই। আর এবার কেন্দ্রীয় বঞ্চনার জেরে উৎসবের মুখেও বিষাদের সুর মালদহের কালিয়াচক ৩ নম্বর ব্লকের পারলালপুর এলাকায়। উল্লেখ্য গত দুই দিনে পারলালপুরে ২০০ মিটার এলাকা গঙ্গাবক্ষে তলিয়ে গেছে।
আতঙ্কে ১৫টি পরিবার তাদের বসতবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।নয়ন হালদার, বিদ্যুৎ সরকার, নরেন হালদার সহ ১৫টি পরিবার বাড়িঘর ছেড়ে এলাকারই ফাঁকা জায়গায় আশ্রয় নিয়েছেন।দুর্গাপূজার মধ্যেই গঙ্গা ভাঙ্গনের প্রকট তীব্র হওয়ায় আনন্দের রেশ বিষাদে পরিণত হয়েছে এলাকায়।ইতিমধ্যেই দুর্গাপুজোর মধ্যেই ভরত মন্ডল, বলরাম বিশ্বাস, মোহন চৌধুরী, বরতানিয়া চৌধুরি সহ একাধিক পরিবারগুলি নিজেদের শেষ সম্বলটুকু ছেড়ে পাড়ি দিয়েছে অন্যত্র।
গঙ্গা কেড়ে নিয়েছে তাদের স্বাভাবিক জীবন যাপন। আর এই বিপত্তির জন্য পারলালপুরের ভাঙ্গন কবলিত মানুষজন কেন্দ্রীয় সরকারকে বঞ্চনাকেই দুষছেন।শুক্রবার পারলালপুরে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে যান স্থানীয় প্রধান সুলেখা চৌধুরী, মালদহ জেলা পরিষদের সদস্য দুর্গেশ সরকার ও সেচ দফতরের আধিকারিকরা। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় সেচ দফতর ভাঙ্গন প্রতিরোধের কাজ চালিয়ে যাচ্ছে।
শুক্রবার পাল লালপুর এলাকার রাধাগোবিন্দ মন্দিরের একাংশ গঙ্গা বক্ষে তলিয়ে গেছে।স্থানীয় বাসিন্দা ভরত মন্ডল জানিয়েছেন, ভাঙনের তীব্রতা এতটাই বেশি যে রাধাগোবিন্দ মন্দিরটি গঙ্গাবক্ষে তলিয়ে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। কেন্দ্রীয় সরকার মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে বলে অভিযোগ স্থানীয়দের। মালদহ সেচ দফতরের সুপারিনটেনডেন্ট উত্তম পাল জানান, সেচ দফতরের উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় ভাঙন প্রতিরোধের কাজ শুরু হয়েছে।
আরও পড়ুন – একাদশীর দিন নিরঞ্জন হয় কুমারডিহির মিশ্র ও ভাটপাড়ার দুর্গার
প্রসঙ্গত উল্লেখ্য, বারবার কেন্দ্রীয় সরকার ও ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষকে গঙ্গা ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়ে দরবার করেছে রাজ্য সরকার। তথাপি গঙ্গা ভাঙ্গন প্রতিরোধে ন্যূনতম ব্যবস্থা নেয়নি কেন্দ্র বলে অভিযোগ মালদহ জেলা তৃণমূল নেতৃত্বের। তাই সরকারের ওপর ভরসা না রেখে রাজ্য সরকার নিজ উদ্যোগে চলতি বছর গঙ্গা ভাঙ্গন প্রতিরোধের কাজ শুরু করে। তার পরেও ভাঙ্গন প্রতিরোধ করা সম্ভব হয়নি। তবুও ভাঙন প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সেচ দফতর। কেন্দ্রীয় বঞ্চনা