কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী কিরেণ রিজিজু টোকিও-তে আয়োজিত হতে চলা ভারতীয় অলিম্পিক দলের অফিশিয়াল থিম সং প্রকাশ করেছেন

কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী কিরেণ রিজিজু টোকিও-তে আয়োজিত হতে চলা ভারতীয় অলিম্পিক দলের অফিশিয়াল থিম সং প্রকাশ করেছেন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২৪শে জুন, ২০২১ :
কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী কিরেণ রিজিজু নতুন দিল্লিতে অলিম্পিক দিবস উপলক্ষে টোকিও ২০২০ অলিম্পিক গেমস্‌-এ ভারতীয় অলিম্পিক
দলের জন্য অফিশিয়াল থিম সং প্রকাশ করেছেন। এই উপলক্ষে মন্ত্রকের সচিব রবি মিত্তল, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডঃ নরিন্দ্র বাত্রা এবং অ্যাসোসিয়েশনের মহাসচিব রাজীব মেহতা উপস্থিত ছিলেন। ভারতীয় অলিম্পিক দলের জন্য থিম সং-এর কন্ঠ শিল্পী ও সুরকার জনপ্রিয় গায়ক মোহিত চৌহান। গীতিকার মোহিত চৌহানের স্ত্রী প্রার্থনা গেহলট।


থিম সং প্রকাশ করে রিজিজু বলেন, টোকিও অলিম্পিকগামী ভারতীয় অ্যাথলিটদের মনোবল বাড়াতে সমগ্র দেশ যাতে সর্বদাই তাঁদের পাশে থাকে, স্বয়ং প্রধানমন্ত্রী এটাই চান। আজ প্রকাশিত থিম সংটি অ্যাথলিটদের মনোবল বাড়ানোর লক্ষ্যে আরও একটি পদক্ষেপ। জনপ্রিয় কন্ঠশিল্পী মোহিত চৌহানের সুর সংযোজনায় এই গানটি এত বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে যে, তা অলিম্পিকগামী প্রত্যেক ভারতীয় অ্যাথলিটকেই নিজের স্বপ্ন পূরণে এবং দেশকে গর্বিত করতে প্রেরণা যোগাবে। এই উপলক্ষে মন্ত্রকের পক্ষ থেকে দেশব্যাপী #চিয়ারফরইন্ডিয়া অভিযানের সূচনা করা হয়। রিজিজু এই অভিযানে সকলকে সামিল হওয়ার আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি প্রত্যেক ভারতীয়কে অ্যাথলিটদের মনোবল বাড়াতে, যাতে তাঁরা দেশকে গর্বিত করতে পারে, তার জন্য সক্রিয়ভাবে সামিল হওয়ার আহ্বান জানাই”।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top