‘কেন্দ্রের আইন রাজ্য মানবে না এমন সাংবিধানিক অধিকার মুখ্যমন্ত্রীর নেই’, বললেন রাজ্যপাল

‘কেন্দ্রের আইন রাজ্য মানবে না এমন সাংবিধানিক অধিকার মুখ্যমন্ত্রীর নেই’, বললেন রাজ্যপাল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৫ ডিসেম্বর, এনআরসি ও ক্যাব হতে দেবে না বলে রাজ্য সরকারের তরফে যে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাহার করতে বলেছেন বলে জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যপাল এদিন স্পষ্ট করে বলেন, “একজন নির্বাচিত সরকারের প্রধান হিসেবে সরকারের টাকায় এই ধরনের বিজ্ঞাপন করা যায় না। আমি তাঁকে বলেছি, এই বিজ্ঞাপন প্রত্যাহার করতে।যে ভিডিও পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রচার করা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই টেবিলে বসে রয়েছেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র, কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা-সহ শীর্ষ পুলিশকর্তারা।
এ প্রসঙ্গে শনিবারই প্রশ্ন উঠেছিল, সরকারি ভাবে এ কথা কি বলা যায়? কেন্দ্র আইন পাশ করবে, রাজ্য বলবে মানব না-যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এই সাংবিধানিক অধিকার কি রাজ্যের রয়েছে? যদি না থাকে, তা হলে সরকারের তরফে এই ধরনের বিজ্ঞাপন সাংবিধানিক ব্যবস্থাকেই চ্যালেঞ্জ করা নয় কি? রাজ্যের সাংবিধানিক প্রধান এদিন স্পষ্টভাবে বলেন, “রাজনৈতিক দল এ কথা বলতে পারে কিন্তু সরকারে থেকে এ জিনিস করা যায় না’।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top