কেন্দ্র সরকারের বিমাতৃ সুলভ আচরনের প্রতিবাদে সারাদেশ জুড়ে ইটভাটা বন্ধের ডাক দিলো অল ইন্ডিয়া ব্রিক অ্যান্ড টাইল ফেডারেশন। চলতি ২০২২ ও আগামী ২০২৩ সালের সবকটি মাস জুড়ে সারা দেশে ইটভাটা বন্ধের ডাক দিলো ইন্ডিয়া ব্রিক অ্যান্ড টাইল ম্যানুফ্যাকচার্স ফেডারেশন।
সংগঠনের কর্মকর্তাদের দাবি মাটি নির্মিত ইট শিল্পের বিরুদ্ধে কেন্দ্রের বিজেপি সরকারের লাগাতার সরকারি ষড়যন্ত্র ব্যর্থ করতে সারাদেশে পালিত হতে চলেছে ইটভাটা ধর্মঘট।
জিএসটি বৃদ্ধি, কয়লার দাম বৃদ্ধি, শ্রমিক চুক্তির উপর অতিরিক্ত জিএসটি বসানো ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ নামে ইট শিল্পের উপর শুধু আইনি জুলুম হওয়ার জন্য ধর্মঘটের রাস্তা বেছে নিল তারা।
আন্দোলনকারীদের দাবি ইট শিল্পের বিরুদ্ধে লাগাতার বৈষম্য তৈরি করে শ্রমনীবিড় এই শিল্পকে বন্ধ করার অপচেষ্টা দূরীভূত করার জন্য এমনই সিদ্ধান্ত নিয়েছে ইটভাটা সংগঠন।
আজ মহিষাদলে একটি বেসরকারি প্রেক্ষা গৃহে তাম্রলিপি ব্রিকস মেনুফেকচারাস অনার্স এসোসিয়েশান সংগঠণের কনভেনশন অনুষ্টিত হয়। সেখানে রাজ্য ও কেন্দ্রের সংগঠণের নেতৃত্ব অংশ গ্রহণ করেন। তাদের দাবি সরকার তাদের কোনো দাবি মানছে না। তাই তারা বাধ্য হয়ে এই বনধের পথে যেতে বাধ্য হচ্ছেন।
উল্লেখ্য, কেন্দ্র সরকারের বিমাতৃ সুলভ আচরনের প্রতিবাদে সারাদেশ জুড়ে ইটভাটা বন্ধের ডাক দিলো অল ইন্ডিয়া ব্রিক অ্যান্ড টাইল ফেডারেশন। চলতি ২০২২ ও আগামী ২০২৩ সালের সবকটি মাস জুড়ে সারা দেশে ইটভাটা বন্ধের ডাক দিলো ইন্ডিয়া ব্রিক অ্যান্ড টাইল ম্যানুফ্যাকচার্স ফেডারেশন।
সংগঠনের কর্মকর্তাদের দাবি মাটি নির্মিত ইট শিল্পের বিরুদ্ধে কেন্দ্রের বিজেপি সরকারের লাগাতার সরকারি ষড়যন্ত্র ব্যর্থ করতে সারাদেশে পালিত হতে চলেছে ইটভাটা ধর্মঘট।
জিএসটি বৃদ্ধি, কয়লার দাম বৃদ্ধি, শ্রমিক চুক্তির উপর অতিরিক্ত জিএসটি বসানো ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ নামে ইট শিল্পের উপর শুধু আইনি জুলুম হওয়ার জন্য ধর্মঘটের রাস্তা বেছে নিল তারা।
আন্দোলনকারীদের দাবি ইট শিল্পের বিরুদ্ধে লাগাতার বৈষম্য তৈরি করে শ্রমনীবিড় এই শিল্পকে বন্ধ করার অপচেষ্টা দূরীভূত করার জন্য এমনই সিদ্ধান্ত নিয়েছে ইটভাটা সংগঠন।
আজ মহিষাদলে একটি বেসরকারি প্রেক্ষা গৃহে তাম্রলিপি ব্রিকস মেনুফেকচারাস অনার্স এসোসিয়েশান সংগঠণের কনভেনশন অনুষ্টিত হয়। সেখানে রাজ্য ও কেন্দ্রের সংগঠণের নেতৃত্ব অংশ গ্রহণ করেন। তাদের দাবি সরকার তাদের কোনো দাবি মানছে না। তাই তারা বাধ্য হয়ে এই বনধের পথে যেতে বাধ্য হচ্ছেন।