রাহুলের দাবি, মহিলাদের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর সরকার গত ৪ বছরে যা অবিচার করেছে অত অত্যাচার তার আগের ৭০ বছরে তো নয়ই, ৩০০০ বছরেও হয়নি। মহিলা সংরক্ষণ বিল সংসদে পড়ে রয়েছে। আমি প্রধানমন্ত্রীকে বলে দিয়েছি, যে দিন বিল পেশ করবেন গোটা কংগ্রেস আপনার পাশে থাকবে। তা না-হলে আমাদের সরকার এলে মহিলা সংরক্ষণ বিল পাশ করব।