কেন্দ্র সরকারের শ্রমিক বঞ্চনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ INTTUC-র। কেন্দ্র সরকারের শ্রমিক বঞ্চনা সহ একাধিক দাবির ভিত্তিতে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন তৃণমূল শ্রমিক সংগঠনের। এদিন উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লক INTTUC শ্রমিক সংগঠনের তরফে এই কর্মসূচির আয়োজন করে ইটাহার চৌরাস্তা এলাকায়।
ইটাহার চৌরাস্তা সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ড থেকে মিছিল করে ইটাহার চৌরাস্তা এলাকায় পথ অবরোধে সামিল হয় শ্রমিক সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা। দীর্ঘক্ষণ অবরোধের জেরে বিভিন্ন রুটের বাস, মিনিবাস, ট্রাক সহ অন্যান্য যান বাহন আটকে পরায় ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইটাহার থানার পুলিশ। মূলত, কেন্দ্র সরকারের লাগাতার শ্রমিক বঞ্চনার প্রতিবাদে এবং সকল শ্রমিকদের পুজার বোনাস চালু করা, জাতীয় সড়কের সাফাই কর্মীদের নির্ধারিত বেতন দেওয়া, শ্রমিক দের সকল শ্রমিক দের PF চালু করা সহ বিভিন্ন দাবি দাওয়া আদায়ের ভিত্তিতে বিজেপি পরিচালিত কেন্দ্র সরকাকে ধিক্কার জানিয়ে আজকে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ ইটাহার ব্লক INTTUC শ্রমিক সংগঠনের বলে জানাযায়।
আরও পড়ুন – এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা INTTUC শ্রমিক সংগঠনের সভাপতি শেখর দাস, ইটাহার ব্লক INTTUC শ্রমিক সংগঠনের সভাপতি সুকান্ত মন্ডল, মহম্মদ মুসা, পবিত্র বসাক, আবেদিন আলী, বারেক মাজেদ সহ অন্যান্যরা। ঠিকা শ্রমিকদের নেয্য দাবি আদায়ে চৌরাস্তা এলাকায় দীর্ঘক্ষণ ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখার পর ইটাহার থানার আইসি মানবেন্দ্র নাথ সাহার আশ্বাসে প্রায় ৫০ মিনিট পর শ্রমিক সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
উল্লেখ্য, কেন্দ্র সরকারের শ্রমিক বঞ্চনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ INTTUC-র। কেন্দ্র সরকারের শ্রমিক বঞ্চনা সহ একাধিক দাবির ভিত্তিতে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন তৃণমূল শ্রমিক সংগঠনের। এদিন উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লক INTTUC শ্রমিক সংগঠনের তরফে এই কর্মসূচির আয়োজন করে ইটাহার চৌরাস্তা এলাকায়।