ভাইরাল – উত্তরপ্রদেশের রাস্তায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। নিজের স্ত্রীকে অন্য এক পুরুষের সঙ্গে হাত ধরে ঘুরতে দেখে ক্ষোভে ফেটে পড়লেন এক তরুণ। রাগে, অপমানে, হতাশায় প্রকাশ্য রাস্তায় কেঁদে ফেললেন তিনি। কিছু সময় পর নিজেকে সামলে নিয়ে স্ত্রীকে মারধর করতেও দ্বিধা করেননি। এই ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে, এবং ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, তরুণ এক আত্মীয়কে সঙ্গে নিয়ে হঠাৎ স্ত্রীর সামনে উপস্থিত হন। স্ত্রীর সঙ্গে এক অচেনা যুবককে দেখে আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন না তিনি। উচ্চস্বরে চিৎকার করে বলেন, “তুই কেন আমার পাঁচ বছর নষ্ট করলি বল? কেন আমার জীবন এভাবে শেষ করে দিলি?”—এ কথা বলেই কান্নায় ভেঙে পড়েন।
তবে স্ত্রীও চুপ ছিলেন না। তিনি পাল্টা তর্কে বলেন, তিনি কোনও ভুল করেননি। এই তর্কাতর্কি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। তরুণ রাগে স্ত্রীকে ধাক্কা দেন, পাল্টা ধাক্কাও খান। তারপর আরও ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে সপাটে চড় মারেন, যাতে মাটিতে পড়ে যান সেই বধূ।
এই ঘটনাটি সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। ভিডিয়োটি ‘ঘর কা কলেশ’ নামে এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডল থেকে শেয়ার করা হয়েছে, যেখানে লক্ষাধিক মানুষ এটি দেখে ফেলেছেন। কেউ কেউ ঘটনার মর্মস্পর্শী দিক নিয়ে দুঃখপ্রকাশ করেছেন, আবার কেউ কেউ বিদ্রূপ করেছেন।
একজন নেটাগরিক লেখেন, “দিন দিন বিবাহ-বহির্ভূত সম্পর্কের ঘটনা বেড়েই চলেছে। এর জন্য দায়ী কে?” অন্যজন মন্তব্য করেন, “বেচারা ছেলেটা! ওর উচিত এই সম্পর্ক থেকে বেরিয়ে নতুন করে জীবন শুরু করা।” আবার কেউ লেখেন, “এই কারণেই বলি, বিয়ে কোরো না! মানুষ প্রতিশ্রুতির দাম দেয় না।”
এই ভাইরাল ঘটনা নতুন করে বিবাহ ও সম্পর্কের মূল্যবোধ নিয়ে বিতর্ক তৈরি করেছে সামাজিক মাধ্যমে।
