ভাসছে কেরল, মৃত ১৮, নিখোঁজ ১২ জনের বেশী। প্রবল বৃষ্টিতে ভাসছে কেরল রাজ্য। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারনে কার্যত লন্ডভন্ড অবস্থা কেরলের। রাজ্যটির বিভিন্ন জায়গাতে হড়পা বান এবং ধসের কারনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি সুত্রে জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠেছে। সাধারণ মানুষকে বাঁচানোর জন্যে সবদিক থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রবল বৃষ্টির কারনে এখনও পর্যন্ত ১৮ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ১২ জনেরও বেশি মানুষের খোঁজ নেই বলেও জানা যাচ্ছে। যদিও ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনী, নেভি এবং ভারতীয় বায়ুসেনার সাহায্য চাওয়া হয়েছে। গতকাল শনিবারেই এই সাহায্য রাজ্যের তরফে চাওয়া হয়। এছাড়াও উদ্ধারকাজে নেমেছে কেরল রাজ্যের দমকল থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। স্থল পথে তো বটেই, আকাশ পথে এয়ার লিফট করে বহু মানুষকে উদ্ধার করা হচ্ছে।
বন্যা বিধ্বস্ত জায়গাগুলিতে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী। খোলা হয়েছে ত্রাণ শিবির। সবথেকে খারাপ অবস্থা কেরলের কোট্টায়াম ও ইদ্দুকিতে। প্রবল দুর্যোগে ভাসছে গোটা এলাকা। কেরলের একাধিক জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট। শনিবার সকাল থেকেই ওই সব জেলায় শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জরুরি বৈঠক ডেকেছেন। ইতিমধ্যে কেরলের বন্যা বিধ্বস্ত এলাকাগুলিতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রতি মুহূর্তের অবস্থার খোঁজ নিচ্ছেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, পাহাড়ি এলাকায় রাতে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কেরলের পাঁচ জেলা পাঠানামথিত্তা, কোট্টায়াম, এরনাকুলম, ইদুক্কি ও ত্রিশূরে প্রবল বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। এ ছাড়া কমলা সতর্কতা জারি করা হয়েছে তিরুঅনন্তপুরম, কোল্লাম, আলাপ্পুঝা, পালাক্কাড়, মালাপ্পুরম, কোঝিকোড়, ওয়ানাড়ে। এই সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে। বেশ কয়েকটি জেলাতে লাল সতর্কতাও জারি করা হয়েছে। ইতিমধ্যে ক্ষয়ক্ষতির আশঙ্কায় জরুরি বিভাগের সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে।
আর ও পড়ুন হোয়াটসঅ্যাপে নগ্ন হয়ে ভিডিও কল মহিলার! তারপর……
এছাড়াও স্থানীয় পুলিশ-প্রশাসনকে সতক থাকার কথা বলা হয়েছে। ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও তৈরি রাখা হয়েছে। বৃষ্টিপাত কমলেই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ার কথা বলা হয়েছে। তবে আতঙ্ক যাতে তৈরি না হয় সেজন্যে বারবার প্রশাসনের তরফে জানানো হচ্ছে। কারণ এর আগেও এহেন ভয়ঙ্কর বন্যা দেখেছে সে রাজ্যে। ২০১৮ এবং ২০১৯ সালের পরিস্থিতি সামাল দেওয়ার অভিজ্ঞতা রয়েছে।
এদিকে বৃষ্টির রেশ একটু কাটলেও বিক্ষিপ্ত বৃষ্টি উদ্ধারকার্যে ব্যাঘাত ঘটাচ্ছে বারবার। এরই মধ্যে ফের বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া দফতর। মৌসম ভবনের পূর্বাভাস কেরলর ১১টি জেলায় ভারী বৃষ্টি হবে। ১১ জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বয়ে চলার ফলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। মৌসম ভবন জানিয়েছে, কেরলের তিরুবনন্তপুরম, কোল্লাম, পাঠানামথিত্তা, কোট্টায়াম, আলাপ্পুঝা, এর্নাকুলাম, ইদুক্কি, ত্রিশুর, পালক্কাদ, মালাপ্পুরাম এবং কোঝিকোড়ে প্রবল বৃষ্টি হবে।
এদিকে ভারী বৃষ্টির ফলে, বহু জায়গায় ধস নামছে। ফলে বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যে সেনাবাহিনী নেমে উদ্ধারকার্য চালাচ্ছে। ত্রাণও পৌঁছে দিচ্ছে দুর্গত মানুষদের জন্য। পাহাড়ি এলাকায় ধস নামতে থাকায় শুরু হয়েছে বিপত্তি। প্রবল জলের স্রোত নেমে ভাসিয়ে নিয়ে যাচ্ছে জনপদ। হেলিকপ্টার লিফ্টিং করে উদ্ধারকার্য চালানো হচ্ছে। কেরলের কেরলর বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে প্রশাসন। হাই অ্যালার্ট দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।