কেরোসিন পেলে স্টোভ ফেটে আগুনে পুড়ে মৃত বধূ, জখম স্বামী। বসিরহাট মহকুমা হাড়োয়া থানার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের রায়খাঁ গ্রামের ঘটনা। ৩০ বছরের গৃহবধু লক্ষ্মী মণ্ডল, গতকাল রাত্রে কেরোসিন তেলের স্টৌভে রান্না করছিলেন। হঠাৎ স্ট্রোভ ফেটে বিস্ফোরন হয়, ঘটনাস্থলেই বধুর গায়ে আগুন লেগে যায় এবং শরীরের ৯০%শতাংশ পুড়ে যায়।
তাকে বাঁচাতে গিয়ে স্বামী জখম হয় আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন প্রথমে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে পরে অবস্থার অবনতি হলে কলকাতার আরজিকর হাসপাতাল স্থানান্তর করেন। আজ ভোর রাতে ওই গৃহবধূর মৃত্যু হয় স্বামী হাসপাতালে ভর্তি। ঘটনার ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে কিভাবে আগুন লাগলো স্টোভ ফেটে আচমকা কিভাবে আগুন লাগলো খতিয়ে দেখছে পুলিশ। বধূর মৃত্যুতে শোকের ছায়া নেমে পড়েছে গ্রামে।
আরও পড়ুন গোবরডাঙার তৃণমূল অঞ্চল সভাপতিকে কুপিয়ে খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার
উল্লেখ্য, কেরোসিন পেলে স্টোভ ফেটে আগুনে পুড়ে মৃত বধূ, জখম স্বামী। বসিরহাট মহকুমা হাড়োয়া থানার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের রায়খাঁ গ্রামের ঘটনা।৩০ বছরের গৃহবধু লক্ষ্মী মণ্ডল, গতকাল রাত্রে কেরোসিন তেলের স্টৌভে রান্না করছিলেন। হঠাৎ স্ট্রোভ ফেটে বিস্ফোরন হয়, ঘটনাস্থলেই বধুর গায়ে আগুন লেগে যায় এবং শরীরের ৯০%শতাংশ পুড়ে যায়।
তাকে বাঁচাতে গিয়ে স্বামী জখম হয় আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন প্রথমে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে পরে অবস্থার অবনতি হলে কলকাতার আরজিকর হাসপাতাল স্থানান্তর করেন। আজ ভোর রাতে ওই গৃহবধূর মৃত্যু হয় স্বামী হাসপাতালে ভর্তি। ঘটনার ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে কিভাবে আগুন লাগলো স্টোভ ফেটে আচমকা কিভাবে আগুন লাগলো খতিয়ে দেখছে পুলিশ। বধূর মৃত্যুতে শোকের ছায়া নেমে পড়েছে গ্রামে।