কেশপুর ব্লক এর মুখ বসানো বাল্যবিবাহ নিয়ে সচেতনতা র‍্যালি

কেশপুর ব্লক এর মুখ বসানো বাল্যবিবাহ নিয়ে সচেতনতা র‍্যালি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কেশপুর ব্লক এর মুখ বসানো বাল্যবিবাহ নিয়ে সচেতনতা র‍্যালি। বাল্য বিবাহ সচেতনতা নিয়ে এক বিশাল র‍্যালি অনুষ্ঠিত হলো কেশপুর ব্লক এর মুগবসানে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা সমাজকল্যাণ দপ্তরের উদ্যোগে কেশপুর ব্লক প্রশাসনের সহযোগিতায় মুগবসান টার্গেট ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় কন্যাশ্রী বালিকাদের নিয়ে মুগবসান বাজার থেকে গোলাড় পর্যন্ত বাল্যবিবাহ বন্ধ করার প্রয়াসে বিশাল র‍্যালিতে মুগবসান হক্কানিয়া হাই স্কুলের শতাধিক ছাত্রীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুভ সূচনা করেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) শ্রী কেম্পাহনাইয়া।

 

এছাড়াও এদিনের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেশপুরের বিডিও দীপক কুমার ঘোষ, কেশপুর কলেজের অধ্যাপক ডঃ শান্তনু পান্ডা, কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পানমনি মুর্মু, পশ্চিম মেদিনপুর জেলা সমাজ কল্যাণ দপ্তর এর আধিকারিক পীযূষ রথ , জয়ন্ত সিনহা, রাজু মালিক , ইউনিসেফের প্রতিনিধি শুভেন্দু রায়, কেশপুর ব্লক এর সমাজ কল্যাণ দপ্তর এর আধিকারিক সৌরদীপ সাহা , মুগবসান গ্রাম পঞ্চায়েত এর প্রধান শেখ সাজেন আলী , শিক্ষক স্নেহাশীষ চৌধুরী, শিক্ষক চঞ্চল হাজরা, শিক্ষক নারায়ণ প্রাসাদ চৌধুরী, শিক্ষক দীপক কুমার রায় , গ্রামীণ চিকিৎসক সেখ কমরুদ্দিন সহ বিশিষ্টরা ।

 

এদিন উপস্থিত ছিলেন সবাই সাইকেল র‍্যালিতে অংশগ্রহণকারী ছাত্রীদের গোলাড় গ্রাম পঞ্চায়েত প্রধান হাবিবা বেগম ও গোলাড় সুশীলা বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক সুরেশ পড়িয়া এর উদ্যোগে অভ্যর্থনা জানানো হয়। এছাড়াও সেখানে সংক্ষিপ্ত অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে সকলের উপস্থিতিতে ছাত্রীদের নিয়ে বালিকা বিবাহ নিয়ে শপথ বাক্য পাঠ করানো হয়। এছাড়াও এদিন এক ছাত্রকে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়।

আরও পড়ুন – সহকারি তন্তু পাট দিয়ে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী তৈরির এক বিশেষ প্রশিক্ষণ শিবির

উল্লেখ্য, বাল্য বিবাহ সচেতনতা নিয়ে এক বিশাল র‍্যালি অনুষ্ঠিত হলো কেশপুর ব্লক এর মুগবসানে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা সমাজকল্যাণ দপ্তরের উদ্যোগে কেশপুর ব্লক প্রশাসনের সহযোগিতায় মুগবসান টার্গেট ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় কন্যাশ্রী বালিকাদের নিয়ে মুগবসান বাজার থেকে গোলাড় পর্যন্ত বাল্যবিবাহ বন্ধ করার প্রয়াসে বিশাল র‍্যালিতে মুগবসান হক্কানিয়া হাই স্কুলের শতাধিক ছাত্রীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুভ সূচনা করেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) শ্রী কেম্পাহনাইয়া।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top