কেশিয়াপাতায় কর্মীসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আহ্বান জানালেন রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভূঁইয়া। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর কেশিয়াপাতা হাইস্কুল প্রাঙ্গনে প্রস্তুতি সভার আয়োজন করা হয় । ওই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া, রাজ্যের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা, ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ ডাক্তার উমা সরেন, তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সভাপতি তথা বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো,নয়াগ্রাম এর বিধায়ক দুলাল মুর্মু,সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল কান্ত রাউৎ সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা।
আগামী উনিশে মে ঝাড়গ্রাম স্টেডিয়ামে দলের নেতা-কর্মী ও পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে সভা করবেন তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মুখ্যমন্ত্রীর সভার জন্য প্রস্তুতি সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার ওই প্রস্তুতি সভায় তৃণমূল কংগ্রেসের জেলা , ব্লক ও ঝাড়গ্রাম শহরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। ওই প্রস্তুতি সভায় পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ ও ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া বলেন আগামী উনিশে মে ঝাড়গ্রাম স্টেডিয়াম কে মমতাময় করে তুলতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাঁকরাইলে উন্নয়নের অনেক কাজ করেছেন।
আর ও পড়ুন রামগঙ্গা নদী বাঁধ তৈরিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ
তাই গোপীবল্লভপুর ও সাঁকরাইল এর শান্তি ও উন্নয়ন কে অব্যাহত রাখতে হবে।মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশে থাকতে হবে আমাদের।সেই সঙ্গে তিনি দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান । এবং জেলা নেতৃত্ব থেকে ব্লক নেতৃত্বদের বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের অভাব অভিযোগ শোনার এবং তা সমাধান করার নির্দেশ দেন।এবং দলের নেতৃত্বদের হুঁশিয়ারি দিয়ে বলেন যদি কোন দলীয় নেতা মানুষের জন্য কাজ না করেন তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে।সেই সঙ্গে তিনি বলেন দলে কোন গোষ্ঠীদ্বন্দ্ব নেই।
দলের সবাই এক হয়ে কাজ করছে । তিনি তীব্র ভাষায় সিপিএমকে আক্রমণ করেন। তিনি তার ভাষণে বলেন সব সিপিএমের কমরেড ও হার্মাদরা এখন বিজেপির পতাকা হাতে তুলে নিয়ে শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত শুরু করেছে। রাজ্যের বামফ্রন্ট সরকারের আমলে কত মানুষকে খুন করেছে,হাত কেটে নিয়েছে ,চোখ তুলে নিয়েছে,রক্তের হোলিখেলা চলেছিল।
এখন তারা হয়েছে বিজেপির নেতা।সেইসঙ্গে তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৬৭ টি প্রকল্প এর পরিষেবা দিচ্ছেন বাংলার মানুষকে।এখনো কোন রাজ্য দিতে পারেনি।রাজ্যের প্রতিটা মানুষ এখন বিনা পয়সায় রেশন পাচ্ছেন। তাই তিনি দলীয় কর্মীদের বলেন কোনো প্ররোচনায় পা দিবেন না ।মানুষকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন।মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় সকলকে নিয়ে সামিল হবেন।