বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ কেষ্টপুর কল সেন্টার থেকে গ্রেফতার করলো পাঁচজনকে। আজ তাদের বারাসত আদালতে পেশ করা হবে। বিধান নগর কমিশনারেট জুড়ে চলছে অবৈধ কল সেন্টারের ব্যবসা এবং পুলিশের একাংশের মদতে এই ব্যবসা রমরমা। গতকাল বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ অভিযান চালায়।
কেষ্টপুর রবীন্দ্রপল্লী ১ ভূয়ো কল সেন্টারে , আটক করা হয় ২২ জনকে প্রত্যেকটি আলাদা ভাবে জিজ্ঞাসা করার পর সত্যতা বিচার করে 5 জন মূল অভিযুক্তকে গ্রেফতার করে বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ। আজ তাদের বারাসত আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে।
মূলত এই কল সেন্টার থেকে বিভিন্ন কসমেটিকস প্রোডাক্ট, ইমিউনিটি প্রোডাক্ট, সাজ সরঞ্জাম জিনিসপত্র বিক্রি করার নামে ফোন করে ক্রেতাদের কাছ থেকে টাকা একাউন্টের মাধ্যমে পেত, পরবর্তী সময়ে সেই টাকা আত্মসাৎ হয়ে যেত, বিশ্বস্ত সূত্র মারফত খবর টাকার বিনিময়ে সামগ্রী না পেয়ে একাধিকবার থানায় অভিযোগ করলেও গ্রেপ্তার হয়নি কেউ।
আর ও পড়ুন স্পায়ের আড়ালে মধুচক্র, বিস্ফোরক অভিযোগ তরুণীর
বিধান নগর গোয়েন্দা শাখা অভিযোগ দায়ের হলে তদন্তে নেমে পুলিশ অভিযান চালিয়ে গতকাল রাতে 5 জনকে গ্রেফতার করে। এদের কাছ থেকে উদ্ধার ব্যাংক একাউন্ট এর পাসবুক চেক বুক 30 টি মোবাইল ফোন রেজিস্টার বুক সহ ল্যাপটপ ডেক্সটপ হার্ডডিস্ক উদ্ধার করে পুলিশ।
মূল অভিযুক্ত রাজ শেখর নিয়োগের বিরুদ্ধে একাধিক অবৈধ কল সেন্টার চালানোর অভিযোগ রয়েছে সাইবার পুলিশের হাতে, তাকে বিধান নগর গোয়েন্দা শাখা গ্রেপ্তারের পর নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবে যে এই প্রতারণার টাকা কোথায় কাজে লাগানো হতো এর সঙ্গে এই রেকেটের আর কারা কারা জড়িয়ে আছে। আর কোথায় কোথায় অবৈধ কল সেন্টার চালানো হচ্ছে।