নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৭ই সেপ্টেম্বর :কেষ্টপুর হানাপাড়াতে কলকাতা পুলিশের এক ইন্সপেক্টরের বাড়িতে বিস্ফোরণ হয়l আশঙ্কাজনক অবস্থায় তার স্ত্রী বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেনl ইন্সপেক্টরের নাম দেবাশীষ রায় এবং তার স্ত্রীর নাম সাথী রায়l ঘটনার তদন্তে নেমেছে বাগুইহাটি থানার পুলিশl
পুলিশ কিছুতেই স্পষ্ট হতে পারছে না যে, ঘটনাটি ঠিক কিভাবে ঘটলো? গ্যাস সিলিন্ডার ফেটে নাকি অন্য কোনও প্রকারে? তবে পুলিশের অনুমান রান্নাঘরে যদি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে তাহলে রান্নাঘর ক্ষতিগ্রস্ত হওয়ার কথা ছিল কিন্তু রান্নাঘরটি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি।