রামপুরহাট কাণ্ডে কেস ডায়েরি ছাড়াই নিম্ন আদালতে দু’জনকে জামিন, অভিযোগ সিবিআইয়ের। রামপুরহাট বগটুই কাণ্ডে সিবিআইয়ের নজরবন্দি হলো এক চাঞ্চল্যকর বিষয়। বগটুই কাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার হয়েছে ছয় জন। এর মধ্যেই ২ জনের জামিন। সিবিআইকে না জানিয়েই কার্যত একতরফা জামিন পেশ নিম্ন আদালতে। শুধু তাই নয়, জামিন খারিজের আবেদন সিবিআই করলে, তা নাকচ পর্যন্ত করা হয়। জামিন পাওয়া একজনেক নাম ভাদু শেখের মৃত্যুকালীন জবানবন্দিতে রয়েছে।
সিবিআইয়ের অভিযোগের পরই ২ জনের জামিন মঞ্জুর ও সিবিআই আবেদন নাকচ সংক্রান্ত নিম্ন আদালতের নির্দেশ কপি সহ নথি হলফনামা আকারে আদালতে পেশের নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই হলফনামা পাওয়ার পর আগামী ১০ই মে এই মামলার পরবর্তী শুনানি বলে জানা যাচ্ছে। এদিকে ভাদু শেখ খুনের তদন্তেও ২ জনকে হেফাজতে নিয়েছে সিবিআই। অন্যদিকে, এই কাণ্ডে মামলা আরও জটিল হচ্ছে।
রবিবারও মৃত্যু হয়েছে আতাহারা বিবি নামে আরও এক মহিলার। এই নিয়ে গণহত্যা কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০। দীর্ঘদিন ধরেই তিনি রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি ছিলেন। দীর্ঘ একমাস মৃত্যুর সঙ্গে লড়াই করার পর রবিবার সকালে রামপুরহাট মেডিক্যাল কলেজে তাঁর মৃত্যু হয়।
আর ও পড়ুন একটি বাড়িতে তল্লাশি চালিয়ে সামুদ্রিক জীব (কোরাল )উদ্ধার
উল্লেখ্য, রামপুরহাট বগটুই কাণ্ডে সিবিআইয়ের নজরবন্দি হলো এক চাঞ্চল্যকর বিষয়। বগটুই কাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার হয়েছে ছয় জন। এর মধ্যেই ২ জনের জামিন। সিবিআইকে না জানিয়েই কার্যত একতরফা জামিন পেশ নিম্ন আদালতে। শুধু তাই নয়, জামিন খারিজের আবেদন সিবিআই করলে, তা নাকচ পর্যন্ত করা হয়। জামিন পাওয়া একজনেক নাম ভাদু শেখের মৃত্যুকালীন জবানবন্দিতে রয়েছে। সিবিআইয়ের অভিযোগের পরই ২ জনের জামিন মঞ্জুর ও সিবিআই আবেদন নাকচ সংক্রান্ত নিম্ন আদালতের নির্দেশ কপি সহ নথি হলফনামা আকারে আদালতে পেশের নির্দেশ দেওয়া হয়েছে।
সিবিআই হলফনামা পাওয়ার পর আগামী ১০ই মে এই মামলার পরবর্তী শুনানি বলে জানা যাচ্ছে। এদিকে ভাদু শেখ খুনের তদন্তেও ২ জনকে হেফাজতে নিয়েছে সিবিআই। অন্যদিকে, এই কাণ্ডে মামলা আরও জটিল হচ্ছে। রবিবারও মৃত্যু হয়েছে আতাহারা বিবি নামে আরও এক মহিলার। এই নিয়ে গণহত্যা কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০। দীর্ঘদিন ধরেই তিনি রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি ছিলেন। দীর্ঘ একমাস মৃত্যুর সঙ্গে লড়াই করার পর রবিবার সকালে রামপুরহাট মেডিক্যাল কলেজে তাঁর মৃত্যু হয়।



















