‘কে কার হাত কাটবে মানুষ তার যোগ্য জবাব দেবে’ সংবর্ধনা সভায় হুংকার মুস্তাক আলমের। কে কার হাত কাটবে মানুষ তার যোগ্য জবাব দেবে,এরা মানুষের পাশে নেই,মানুষ এদের পাশে নেই,এরা তোলা বাজিতে ব্যস্ত,দুর্নীতিতে ব্যস্ত,পুলিশকে ভোর করে এরা চলছে, গনতান্ত্রিক পদ্ধতিতে আমরা নির্বাচনে লড়তে চাই’সংবর্ধনা সভায় তৃনমূলের বিরুদ্ধে হুংকার দিয়ে বললেন রাজ্যের প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মুস্তাক আলম।
জানা যায়,হরিশ্চন্দ্রপুর বিধান সভার নব নির্বাচিত যুব কংগ্রেসের সভাপতি আমিরুল ইসলামের উদ্যোগে রবিবার বিকেলে হরিশ্চন্দ্রপুর কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক সংবর্ধনা সভার আয়োজন করেন।এদিন মালদা জেলার ১২ টি বিধান সভার নবনির্বাচিত যুব কংগ্রেসের সভাপতি,সহ সভাপতি ও মালদা জেলার যুব কংগ্রেসের সভাপতি সারওয়ার জাহান ওরফে বাপ্পা ও সহ সভাপতি আবুল কালাম আজাদ ওরফে বাদশা ও রাজ্যের প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরীকে ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা করা হয়।এদিন সংবর্ধনার পাশাপাশি ২০২৩ এ ত্রী-স্তর পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন – এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য
উল্লেখ্য,মাস খানেক আগে গাজলে এক প্রকাশ্য জনসভায় বাম কংগ্রেস নেতা কর্মীদের হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছিলেন তৃনমূল কংগ্রেসের মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী।এরই পালটা জবাব দিতে আগামী ২৯ অক্টোবর মালতিপুর বিধানসভার শ্রীপুরে প্রতিবাদ সভা করতে আসছেন রাজ্যের প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।তারই প্রস্তুতি সভা করেন কংগ্রেস এদিন।
সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক মুস্তাক আলম, হরিশ্চন্দ্রপুর -২ ব্লক কংগ্রেসের সভাপতি আবুল কাসেম ও মালদা জেলার কংগ্রেসের সাধারণ সম্পাদক মাসুদ আলম ও স্থানীয় কংগ্রেস নেতৃত্ব।