কোচবিহারে ছাত্র ধর্মঘট। ৪ জন ছাত্রী সহ ১৩ জনের বিরুদ্ধে মিথ্যে জামিনাযোগ্য মামলা প্রদান এর প্রতিবাদে আল ইন্ডিয়া ডি. আই.এস. ও এর পক্ষ থেকে ছাত্র ধর্মঘট হলো আজ কোচবিহারের গোটা জেলা জুড়ে। হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ছাত্র ছাত্রীদের কলেজের ফিস কমানো হবে । কিন্তু পরবর্তীতে সেই অধ্যক্ষ জানান এই ধরনের কোনো কথা দেওয়া হয়নি।
এই ঘটনায় কলেজে , সেই দিন রাত আটটা পর্যন্ত ফিস কমানোর দাবিতে আন্দোলন চলে । সেই আন্দোলন রুখতে সংশ্লিষ্ট এলাকার পুলিশ আসে কলেজে এবং পুলিশ এর একজন আধিকারিক যথাযথভাবে সেখানকার ডিএসও -র ছাত্র আন্দোলনের নেতা উদয় বর্মনের গলা টিপে ধরে বলে অভিযোগ ওঠে ।
এই নিয়ে ১৭ই আগস্ট কোচবিহারের জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে অল ইন্ডিয়া ডিএসও -র কর্মীরা বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ কর্মীদের সাথে ধস্তাধস্তি এবং হাতাহাতিতে জড়িয়ে পরে আন্দোলনকারীরা । সঙ্গে সঙ্গে সেখানে কোতোয়ালি থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে ১৩ জন আন্দোলনকারীকে গ্রেফতার করেন। সেই প্রতিবাদে আজ আল ইন্ডিয়া ডি.আই.এস.ও র ছাত্র ধর্মঘট দেখা যায় কোচবিহারে। এই ধর্মঘট খুব সফল ভাবে পালিত হচ্ছে বলে জানান কোচবিহার জেলা আল ইন্ডিয়া ডি.আই.এস.ও নেতৃত্ব।
আরও পড়ুন – মাঠে পড়ে থাকা তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক মহিলার মৃত্যু
এই নিয়ে অল ইন্ডিয়া ডি.আই.এস.ও র জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আসিফ আলম জানান, ১৭ই আগস্ট কোচবিহারের জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে অল ইন্ডিয়া ডিএসও -র কর্মীরা বিক্ষোভ দেখাতে গেলে ৪ জন ছাত্রী সহ ১৩ জনের বিরুদ্ধে মিথ্যে জামিন অযোগ্য মামলা প্রদান করে। সেই প্রতিবাদে আজকে আমাদের এই ছাত্র ধর্মঘট সুস্থ ভাবে আমদের ছাত্র ধর্মঘট পালিত হচ্ছে। সেই ভাবে নেই কোন ছাত্র, খুবই কম এক দুই জন যারা জানে না তারা স্কুলে আসছে। আমরা তাদের অনুরোধ করছি আর তারা খুব আনন্দের সহিদ বাড়ি ফিরে যাচ্ছে। কোচবিহারে ছাত্র ধর্মঘট