কোচবিহার – কোচবিহার জেলার মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের মিছিলে হামলার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূলের দাবি, আগামী ৯ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহারের জনসভাকে সফল করতে সেদিন দলের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। ঠিক একই এলাকায় বিজেপিরও একটি কর্মসূচি ছিল। অভিযোগ, সেই কর্মসূচি চলাকালেই অতর্কিতভাবে কিছু দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তৃণমূলের মিছিলে ঝাঁপিয়ে পড়ে এবং কর্মীদের বেধড়ক মারধর করে।
হামলায় বেশ কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গুরুতর জখম ওই তিনজনকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনায় তদন্ত শুরু করেছে প্রশাসন।
ঘটনার পর তৃণমূলের স্থানীয় কর্মী-সমর্থকদের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের জেরে সমগ্র বাংলা আজ তৃণমূলের পাশে দাঁড়িয়েছে। সামনে বিধানসভা নির্বাচন, অথচ বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে বলেই তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। নির্বাচনী লড়াইয়ে টিকতে না পেরে রাতের অন্ধকারে এই হামলা চালানো হয়েছে বলে দাবি শাসকদলের।




















