কোচবিহারে পদযাত্রা তৃণমূলের। আগামী পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনকে মাথায় রেখে জনসংযোগ কর্মসূচিতে এক হাজার কিলোমিটার পদযাত্রা শুরু করল জেলা তৃণমূল কংগ্রেস। রবিবার কোচবিহারের চকচকার হরি মন্দির এলাকা থেকে এই পদযাত্রা শুরু হয়। এদিন এই পদযাত্রার সূচনা লগ্নে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, দলের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে কয়েকটি ধাপে জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অভিধান সভা এলাকায় এই পদযাত্রা পালা করে পরিক্রমা করবে। মোট এক হাজার কিলোমিটার রাস্তা হাঁটবেন দলের নেতা কর্মী সমর্থকরা। রাজ্য ভাগের চক্রান্তের পাশাপাশি কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিষিদ্ধ প্রামাণিকের পদত্যাগের দাবি এই পদযাত্রায় তুলে ধরা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় কালে রাজ্য সরকারের নানা প্রকল্প এবং উন্নয়ন তুলে ধরে এই পদযাত্রা থেকে সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন – পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন ঐন্দ্রিলা শর্মা
এদিন এই পদযাত্রা চকচকা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে শুরু হলে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল যথেষ্ট। তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, মূলত বঙ্গভঙ্গের চক্রান্তের বিরুদ্ধে এবং কোচবিহারের লজ্জা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গ্রেফতারের দাবিতে এই পদযাত্রা শুরু হয়েছে। সোনার দোকানে চুরির ঘটনায় অভিযুক্ত কুচবিহারের সাংসদ।
এটা আমাদের কাছে লজ্জা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে এক হাজার কিলোমিটার এই পদযাত্রা পর্যায়ক্রমে কুচবিহার জেলার বিভিন্ন বিধানসভা এলাকায় পরিক্রমা করবে। যেখানে বিধায়করা রয়েছে সেখানে তারা নেতৃত্বে থাকবেন আবার যেখানে প্রার্থীরা ছিলেন সেখানে তারা উপস্থিত থাকবেন। কোচবিহারে পদযাত্রা