কোচবিহারে বঙ্গভঙ্গের বিরুদ্ধে মহা মিছিল তৃণমূল কংগ্রেসের, উপচে পরল মানুষের ভিড়। বঙ্গভঙ্গের বিরুদ্ধে পথে নামল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস। বঙ্গভঙ্গের জন্য বিজেপি সরকার যে ঘৃণ্য পরিকল্পনা করছে তার বিরুদ্ধে সোচ্চার হয়েই এদিন মহামিছিল করে জেলা তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার কোচবিহার জেনকিনসে স্কুল মোড় থেকে এই মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা গুলি পরিক্রমা করে শেষ হয়। এদিন মিছিলের আগে একটি প্রতিবাদ সভা করে জেলা তৃণমূল কংগ্রেস।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার চেয়ারম্যান গীরিন্দ্রনাথ বর্মন, এন.বি.এস.টি.সি. এর চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী, বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া, কোচবিহার জেলা যুব সভাপতি কমলেশ অধিকারী, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা সহ দলীয় কর্মীরা।
আরও পড়ুন – ট্যাবলেটে দুর্গা মুর্তি বানিয়ে জাতীয়স্তরে পুরস্কৃত হল বীরভূমের প্রসেনজিৎ
উল্লেখ্য বিভিন্ন সময়ে বারংবার উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবিতে সোচ্চার হয়েছিল রাজ্যের বিরোধী দল বিজেপি। সম্প্রতি গ্রেটারসহ বিভিন্ন সংগঠন উত্তরবঙ্গ আলাদা রাজ্যের দাবিতে আন্দোলনের নেমে সোচ্চার হয়। উত্তিরবঙ্গ ভাগে চক্রান্তের বিরুদ্ধে বিজেপি, বিচ্ছিন্নতাবাদী সংগঠন সহ সমস্ত সংগঠনগুলির বিরুদ্ধে জোরদার প্রচার শুরু করে কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। উত্তরবঙ্গ কোন ভাবেই আলাদা রাজ্য হতে পারেনা রাজ্যের সাথে উন্নয়নের পথে তালে তাল মিলিয়ে কাজ করছে উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবি করে বঙ্গভঙ্গের পথে যেতে চাইছে রাজ্যের বিরোধী শক্তি বিজেপি। এই প্রেক্ষাপট থেকে দাঁড়িয়ে কোনো ভাবেই বঙ্গভঙ্গ করে দেশকে বিভাজনের দিকে নিয়ে যাওয়া যাবে না বলেই জোরদার আওয়াজ তুলছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিনের এই মহামিছিল থেকে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, তিন বিভাজনকারী নেতা মিলে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করবার দাবিতে সোচ্চার হয়েছে।
এই তিনজনের একজন হলেন সুকান্ত, অপরজন গ্রেটারের অনন্ত, এবং কেএলওর জীবন সিং। এই তিনজন যে ঘৃণ্য চক্রান্ত করছে, তার বিরুদ্ধেই আমাদের এই মহামিছিল। আমরা কোনভাবেই উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হতে দেব না। বিজেপির এই ঘৃণ্য বঙ্গভঙ্গের বিরুদ্ধেই জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মাঠে নেমেছে, তারা জীবন দিয়ে হলেও এই ঘৃণ্য চক্রান্তকে রুখে দিতে পারে। এদিনের মহামিছিলে দলীয় নেতা কর্মীদের পাশাপাশি সাধারন মানুষের ভিড় ছিল চোখে পরার মত।