কোচবিহারে বিশ্বশৌচালয় দিবস পালন

কোচবিহারে বিশ্বশৌচালয় দিবস পালন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কোচবিহারে বিশ্বশৌচালয় দিবস পালন। বিশ্বশৌচালয় দিবস পালিত হল দিনহাটা সহ কোচবিহার জেলা জুড়ে। নানা কর্মসূচির মধ্য দিয়ে কোচবিহার জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে শনিবার বিশ্ব শৌচালয় দিবস পালিত হয়। এদিন দিনহাটা এক,দুই ও সিতাই ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় এই উপলক্ষে নানা অনুষ্ঠান হয়।

 

দিনহাটার সুকারুরকুঠি, নয়ারহাট, আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতে এই উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান মুক্তি বর্মন বসুনিয়া, বাপি প্রামানিক, গ্রাম পঞ্চায়েতের নোডাল অফিসার বিপুল আচার্য প্রমূখ। এছাড়াও অন্যান্য গ্রাম পঞ্চায়েতে উপস্থিত ছিলেন বিষ্ণু কুমার সরকার, মমতাজ বেগম, দীপক কুমার ভট্টাচার্য, মুক্তা রায় বর্মন প্রমূখ।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন, সারা দেশ জুড়ে স্বচ্ছ ভারত অভিযান চলছে। এই রাজ্যে যা মিশন নির্মল বাংলা নামে পরিচিত। উদ্দেশ্য পরিবেশকে স্বচ্ছ রাখা। এই কর্মসূচিকে বাস্তবায়ন এবং তাকে ধরে রাখতে গেলে মানুষের সক্রিয় সহযোগিতা জরুরী। পাশাপাশি পরিবেশ সম্পর্কে মানুষকে আরো বেশি বেশি সচেতন হতে হবে।

 

এদিন পরিবেশ সংক্রান্ত একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে একটি রেলি এলাকা পরিক্রমা করে। পাশাপাশি পরিবেশকে স্বচ্ছ রাখার অঙ্গীকার করে একটি শপথ বাক্য পাঠ করা হয়। কর্মসূচিতে অংশ নেন গ্রাম পঞ্চায়েত কর্মী, স্বাস্থ্য কর্মী এবং সাধারণ মানুষ।

আরও পড়ুন – রাহুল গান্ধীর ”পাপ্পু’ নামটা এবার কাটল, বিজেপির ঘুম উড়ল

এদিকে এদিন দিনহাটা 2 নম্বর ব্লকের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তিন কিলোমিটার স্বচ্ছতা দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গ্রাম পঞ্চায়েতের খোচাবাড়ি থেকে সাহেবগঞ্জ বিডিও অফিস পর্যন্ত এই দৌড় প্রতিযোগিতায় ২৫ জন প্রতিযোগী অংশ নেন। উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান কোহিনুর খাতুন বিবি, সাহেবগঞ্জ থানার এস আই বাবলু রায় প্রমূখ।

 

উল্লেখ্য, কোচবিহারে বিশ্বশৌচালয় দিবস পালন। বিশ্বশৌচালয় দিবস পালিত হল দিনহাটা সহ কোচবিহার জেলা জুড়ে। নানা কর্মসূচির মধ্য দিয়ে কোচবিহার জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে শনিবার বিশ্ব শৌচালয় দিবস পালিত হয়। এদিন দিনহাটা এক,দুই ও সিতাই ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় এই উপলক্ষে নানা অনুষ্ঠান হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top