কোচবিহার – কোচবিহারে প্রবেশের মুখেই রাজনৈতিক উত্তেজনা। বৃহস্পতিবার ঘাগড়াগড় এলাকায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। কালো পতাকা হাতে তাঁরা শুভেন্দুর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
চোখের সামনে পুলিশের উপস্থিতিতেই কনভয়ের একাধিক গাড়িতে ইট ছোড়া হয় বলে অভিযোগ। লাঠি দিয়েও আঘাত করা হয় গাড়িগুলিতে। শুভেন্দু অধিকারীর নিজস্ব গাড়ির পিছনের কাচ ইটের আঘাতে চুরমার হয়ে যায় বলে জানা গেছে।
ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি। গোটা ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তদন্ত শুরু করেছে প্রশাসন।
