কোচবিহার – কোচবিহার কলেজের ভূগোল ল্যাবরেটরিতে বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। কলেজের দ্বিতল ভবনের ভূগোল ল্যাবের একটি ঘরে রাত প্রায় ১১টা নাগাদ ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে তাঁরা দমকলে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন এবং কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।
দমকলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও, ততক্ষণে ল্যাবের বেশ কয়েকটি কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি ভস্মীভূত হয়ে যায়। কলেজ সূত্রে জানা গিয়েছে, ওই সময় ভূগোল ল্যাব খোলা ছিল এবং কম্পিউটারও চালু অবস্থায় ছিল। প্রাথমিকভাবে অনুমান, বজ্রপাত বা শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
কলেজের অধ্যক্ষ পঙ্কজকুমার দেবনাথ জানান, “দোতলার ভূগোল ল্যাবরেটরির স্টাফ রুমে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা প্রথমে ধোঁয়া দেখে ফোনে খবর দেন। আগুন এখন নিয়ন্ত্রণে, তবে ক্ষয়ক্ষতি হয়েছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে শর্ট সার্কিটই সম্ভবত কারণ।”
ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক ছড়ালেও দমকলের তৎপরতায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ যৌথভাবে। কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ শুরু করেছে।
