কোচবিহার – কোচবিহার পুরসভায় এক মাসে ৭৩টি ভুয়া জন্ম শংসাপত্র মিলেছে, যা নিয়ে শহরে তুমুল চাঞ্চল্য। নথিপত্র ডিজিটাল করার প্রক্রিয়ার মধ্যেই এই জালিয়াতি ধরা পড়ে। পুরসভা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই কিছু ভুয়া শংসাপত্র ধরা পড়ছিল, তবে গত অগস্টে হঠাৎ সংখ্যাটা বেড়ে মারাত্মক আকার নেয়।
স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা থাকায় জন্ম শংসাপত্র ডিজিটাল করতে হিড়িক পড়ে। সেই ভিড়ের মধ্যেই ধাপে ধাপে সামনে আসে একের পর এক ভুয়া নথি। সবচেয়ে বড় প্রশ্ন, এই সব শংসাপত্রে কার সই রয়েছে। ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ জানান, নথিতে থাকা সইগুলোর একটিও তাঁর নয়। ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে।
এতগুলি ভুয়া শংসাপত্র জমা পড়লেও এখনও পর্যন্ত কাউকে অভিযুক্ত করা যায়নি, এমনকি থানায় অভিযোগও দায়ের হয়নি। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। নির্বাচনপূর্ব সময়ে এমন সংবেদনশীল ঘটনা প্রকাশ্যে আসায় নড়েচড়ে বসেছে প্রশাসন। ইতিমধ্যেই অভ্যন্তরীণ তদন্ত শুরু হলেও প্রকৃত দোষী কে, তা এখনো অজানা।
