খেলা – নতুন কোচ, নতুন দল আর নতুন উদ্দীপনা—সব মিলিয়ে চেনা ছন্দে ফিরছে ইস্টবেঙ্গল। টানা দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে মরসুমের দুর্দান্ত সূচনা করল মশাল ব্রিগেড। নামধারী এফসির বিরুদ্ধে খেলার শুরু থেকেই আধিপত্য দেখায় লাল-হলুদ বাহিনী। দলের নতুন তারকা হামিদ আহদাদ গোল করে নিজের জাত চিনিয়ে দেন, যদিও গ্রীক স্ট্রাইকার দিয়ামান্তাকস ফর্মে ছিলেন না, যা নিয়ে কিছুটা অসন্তুষ্ট কোচ।
ম্যাচশেষে কোচ অস্কার ব্রুজো জানান, দল বল দখল এবং আক্রমণে যথেষ্ট আগ্রাসী ছিল। তাঁর মতে, তিন পয়েন্ট পাওয়ায় দলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। তবে ফিনিশিংয়ে ঘাটতি থাকায় সুযোগ নষ্ট হয়েছে বলেও তিনি স্বীকার করেন। বিদেশিদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট থাকলেও তিনি জানান, পুরো দল এখনও ম্যাচ ফিট নয়। ফিটনেস এখনো ৫০ থেকে ৬০ শতাংশ পর্যায়ে রয়েছে এবং আগামী দিনে অনুশীলনের মাধ্যমে সকলেই পুরোপুরি ছন্দে ফিরবেন বলে আশাবাদী তিনি। এই জয়ের ফলে সমর্থকদের প্রত্যাশাও অনেকটাই বেড়ে গেল।
