কোটি কোটি টাকার সোনা উদ্ধার বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে। প্রতিদিনের মত বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে পুলিশের টহলদারি চলছিল।সেই সময় পুলিশের নজরদারিতে আসে ভোরবেলায় এক্সপ্রেসওয়ের ধারে একটি মারুতি গাড়ি দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। পুলিশের সন্দেহ হতেই গাড়িটিতে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতরে রাখা ব্যাগ এর মধ্য থেকে বিপুল পরিমাণ সোনার বাট উদ্ধার করে।
যার ওজন আনুমানিক 11 কেজি বলে পুলিশ সূত্রে জানা যায়। ঘটনায় গাড়ির চালকসহ চারজন গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম রাজারাম পাওয়ার (35) মনোহর পাটিল (29) গণেশ চৌহান( 26 )মুখার্জি (26) এছাড়াও ধৃতদের কাছ থেকে 11 টি মোবাইল উদ্ধার করা হয়। এই বিপুল পরিমান সোনা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল।কোথা থেকে এই বিপুল পরিমান সোনা ধৃতরা নিয়ে এসেছিল সে কথা তদন্তের স্বার্থে গোপন রাখা হচ্ছে বলে সাংবাদিকদের জানান ডিসি সাউথ অজয় প্রসাদ।
আরও পড়ুন – চা ও ঘুঘনি মুড়ি বিতরণ করে কংগ্রেসের প্রতীকী প্রতিবাদ সামশেরগঞ্জে
উল্লেখ্য, প্রতিদিনের মত বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে পুলিশের টহলদারি চলছিল।সেই সময় পুলিশের নজরদারিতে আসে ভোরবেলায় এক্সপ্রেসওয়ের ধারে একটি মারুতি গাড়ি দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। পুলিশের সন্দেহ হতেই গাড়িটিতে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতরে রাখা ব্যাগ এর মধ্য থেকে বিপুল পরিমাণ সোনার বাট উদ্ধার করে। যার ওজন আনুমানিক 11 কেজি বলে পুলিশ সূত্রে জানা যায়।
ঘটনায় গাড়ির চালকসহ চারজন গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম রাজারাম পাওয়ার (35) মনোহর পাটিল (29) গণেশ চৌহান( 26 )মুখার্জি (26) এছাড়াও ধৃতদের কাছ থেকে 11 টি মোবাইল উদ্ধার করা হয়। এই বিপুল পরিমান সোনা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল।কোথা থেকে এই বিপুল পরিমান সোনা ধৃতরা নিয়ে এসেছিল সে কথা তদন্তের স্বার্থে গোপন রাখা হচ্ছে বলে সাংবাদিকদের জানান ডিসি সাউথ অজয় প্রসাদ। কোটি কোটি টাকার