Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
Extreme tension over allegations of Tmc occupation in the vaccine camp,

ভ্যাকসিন শিবিরে তৃণমূল কংগ্রেসের দখলবাজির অভিযোগে চরম উত্তেজনা, কোথায় ?

ভ্যাকসিন শিবিরে তৃণমূল কংগ্রেসের দখলবাজির অভিযোগে চরম উত্তেজনা, কোথায় ?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
কোথায়

ভ্যাকসিন শিবিরে তৃণমূল কংগ্রেসের দখলবাজির অভিযোগে চরম উত্তেজনা, কোথায় ?  পুরনিগমের ভ্যাকসিন শিবিরকে তৃণমূলের দখল করেছে এই অভিযোগ তুলে তুমুল বিশৃঙ্খলা সৃষ্টি হয় শিলিগুড়ির ফুলেশ্বরী জগদীশচন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলে। এদিকে ভ্যাকসিন না পেয়ে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ দেখিয়ে ফুলেশ্বরী মোড়ে রাস্তায় বসে পথ অবরোধ করে ক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। অন্যদিকে ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিধায়ক শংকর ঘোষ।

 

শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে শিলিগুড়ি ২৪ নং ওয়ার্ডের জগদীশচন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলে ভ্যাকসিন শিবিরের আয়োজন করা হয়। জানা গিয়েছে, ভোররাত থেকেই লাইন দিয়েছিল ওই এলাকার বেশ কিছু মানুষ। অভিযোগ বেলা বাড়তেই তৃণমূল নেতা বিকাশ সরকারের নেতৃত্বে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা লাইনে দাঁড়িয়ে থাকা বেশ কিছু মানুষকে বের করে দেয় এবং তারা বিজেপি কর্মী সমর্থক বলে তাদের ভ্যাকসিন দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়।

 

এরপরই ক্ষুব্ধ এলাকাবাসীরা ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। শুধু তাই নয় বিক্ষোভকারীরা তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ফুলেশ্বরী মোড়ে রাস্তায় বসে অবরোধ করে। পরে আবার তৃণমূল নেতা বিকাশ সরকার ওই ভ্যাকসিন কেন্দ্রে এসে ফের তাদের বিজেপি কর্মী বলে হুমকি দিতে থাকে । শুধু তাই নয় ওই ভ্যাকসিন কেন্দ্রের ভেতরে তৃণমূল যুব এবং ছাত্র সংগঠনের বেশ কয়েকজন কর্মী সমর্থকদের ঘোরাফেরা করতে দেখা যায়।

 

যদিও তারা নিজেদের ভলেন্টিয়ার বলে পরিচয় দেয়। তবে ওই ভ্যাকসিন কেন্দ্রে কোনো ভলেন্টিয়ার রাখা হয়নি বলে জানা গেছে । গোটা ঘটনায় উত্তেজনা ক্রমশ বাড়তে থাকলে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীদের অভিযোগ ভোর থেকে তারা ভ্যাকসিনের জন্য লাইন দিলেও তৃণমূল নেতারা তাদের লাইন থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং তাদের সাথে দুর্ব্যবহার করে।

 

আর ও পড়ুন    মাকে খুন করে ঘরের মেঝেয় পুঁতে দেওয়ার অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে

 

অন্যদিকে এই প্রসঙ্গে তৃণমূল নেতা বিকাশ সরকার বলেন , সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভ্যাকসিন দেওয়া হচ্ছিল বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উসকানিতে কিছু বিজেপি কর্মী সমর্থক এখানে এসে ভ্যাকসিন কেন্দ্রে গন্ডগোল সৃষ্টি করে। ভ্যাকসিন দেওয়া বন্ধ করার চেষ্টা চালাচ্ছিল। তবে মানুষ রুখে দিয়েছে।

 

অন্যদিকে এই প্রসঙ্গে শিলিগুড়ির বিধায়ককে শংকর ঘোষ বলেন, পুরনিগমের প্রশাসক বোর্ড যেখানে বলছে আগে এলে আগে ভ্যাকসিন পাবেন। সেখানে অধিকাংশ ভ্যাকসিন শিবিরগুলি দেখা যাচ্ছে তৃণমূল নেতাকর্মীদের দখলে এবং তারাই সেখানে শিবির পরিচালনা করছে। তাদের পছন্দের লোকদের ভ্যাকসিন দিচ্ছে। আজও ঠিক একই ঘটনা ঘটল যার ফলে ওই এলাকার প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন পায়নি। এর জন্য সাধারণ মানুষের কাছে আমি ক্ষমাপ্রার্থী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top