কোনও স্টপেজ ছাড়াই এয়ারপোর্ট থেকে হাওড়া স্টেশন এসি বাস পরিষেবা। মাত্র এক ঘন্টায়। দেশের যেকোনো মেট্রো সিটিতে এয়ারপোর্ট এর সঙ্গে রেল স্টেশনের মধ্যে সংযোগরক্ষাকারী গণ পরিবহণ হিসেবে মেট্রো রেল অগ্রগণ্য। কলকাতা বিমানবন্দরের সঙ্গে বাকি শহরকে যুক্ত করার মেট্রো প্রকল্পের কাজ এখনও চলছে। আনুষঙ্গিক নানা কারণে প্রকল্পে দেরী হচ্ছে প্রচুর।
তাই কলকাতা বিমানবন্দরে নামা এবং বিমানবন্দর যেতে চাওয়া যাত্রীদের জন্য আজ থেকে চালু হল WBTCর দুটি বাতানুকূল শাটল বাস। ASS1 নামে এই বাস মাঝে কোথাও থামবে না। এয়ারপোর্ট থেকে ছেড়ে কৈখালী-উল্টোডাঙা-কাঁকুরগাছি-গিরিশ পার্ক-চিত্তরঞ্জন এভেনিউ-ধর্মতলা-বিবাদী বাগ হয়ে হাওড়া স্টেশন। ফেরার পথও এক। ডেডিকেটেড হাওড়া শাটল। মাঝে কোনো যাত্রী ওঠানামা করতে পারবেন না।
যদি কোনো যাত্রীর প্রয়োজন থাকে, বাস 3 মিনিটের জন্য এসপ্ল্যানেড L 20 বাস স্ট্যান্ড এর সামনে দাঁড়াবে। ভাড়া 100 টাকা। এয়ারপোর্ট ডোমেস্টিক আগমন থেকে যেকোনো এক্সিট গেট দিয়ে বেরিয়ে সোজা চলে আসা যাবে ট্রলি জোনের শেষ প্রান্তে। সেখান থেকেই ছাড়বে বাস। আপাতত দুটি ইলেকট্রিক্স বাস দিয়ে পরিষেবা শুরু। রুট জনপ্রিয় হলে বাসের সংখ্যা বাড়বে। ভোর থেকে বেশি রাত পর্যন্ত মিলবে এই পরিষেবা। আজ সূচনা করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম।
বাইট ফিরহাদ হাকিম
বিমানবন্দর কতৃপক্ষকে অনুরোধ করা হয়েছে, তারা যেন টার্মিনালের ভিতরে বাইরে তাদের পাবলিক অ্যাড্রেস ডিসপ্লে বোর্ডে এই বাস সম্পর্কে যাত্রীদের অবহিত করেন।
আরও পড়ুন্ন – সিংহের আর্থিক দিক ভালো, ভ্রমণের সুযোগ মকরের
উল্লেখ্য, দেশের যেকোনো মেট্রো সিটিতে এয়ারপোর্ট এর সঙ্গে রেল স্টেশনের মধ্যে সংযোগরক্ষাকারী গণ পরিবহণ হিসেবে মেট্রো রেল অগ্রগণ্য। কলকাতা বিমানবন্দরের সঙ্গে বাকি শহরকে যুক্ত করার মেট্রো প্রকল্পের কাজ এখনও চলছে। আনুষঙ্গিক নানা কারণে প্রকল্পে দেরী হচ্ছে প্রচুর। তাই কলকাতা বিমানবন্দরে নামা এবং বিমানবন্দর যেতে চাওয়া যাত্রীদের জন্য আজ থেকে চালু হল WBTCর দুটি বাতানুকূল শাটল বাস।
ASS1 নামে এই বাস মাঝে কোথাও থামবে না। এয়ারপোর্ট থেকে ছেড়ে কৈখালী-উল্টোডাঙা-কাঁকুরগাছি-গিরিশ পার্ক-চিত্তরঞ্জন এভেনিউ-ধর্মতলা-বিবাদী বাগ হয়ে হাওড়া স্টেশন। ফেরার পথও এক। ডেডিকেটেড হাওড়া শাটল। মাঝে কোনো যাত্রী ওঠানামা করতে পারবেন না। যদি কোনো যাত্রীর প্রয়োজন থাকে, বাস 3 মিনিটের জন্য এসপ্ল্যানেড L 20 বাস স্ট্যান্ড এর সামনে দাঁড়াবে। ভাড়া 100 টাকা।