নিজস্ব সংবাদদাতা ১৮মার্চ ২০২১ হুগলি, কোন্নগর: ২০২১ এর আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে চূড়ান্ত নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর সমস্ত রাজনৈতিক দলগুলি প্রচারে বের হয়। আজ এই নির্বাচনী প্রচারে উত্তরপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশিষ্ট অভিনেতা শ্রী কাঞ্চন মল্লিক আজ নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন।
নির্বাচনী প্রচারে কোন্নগরে বিরাট জনসভায় আজ উপস্থিত এবং সঙ্গে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আরো অন্যান্য তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা। নির্বাচনী প্রচারে বেরিয়ে অভিনেতা কাঞ্চন মল্লিক কোন্নগরের এক জনসভায় হুংকার দিলেন এবং চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপিকে এবং বিজেপি মনোনীত প্রার্থী উত্তরপাড়া বিশিষ্ট সাংবাদিক প্রবীর ঘোষাল কে। “তেলের দাম বাড়িয়ে বিজেপি সোনার বাংলা গড়তে এসেছে, রান্নার গ্যাসের দাম বাড়িয়ে বিজেপি সোনার বাংলা গড়তে এসেছে, তাই বাড়ির মা-বোনেরা একবার ভাববেন ভোটটা কাকে দেবেন” মন্তব্য অভিনেতা কাঞ্চন মল্লিক।
আরও পড়ুন…জগদ্দল থানার মেঘনা মোড়ে ব্যাপক বোমাবাজি,আহত স্থানীয় যুবক