৬জুলাই ২০২১: কোপা আমেরিকার ফাইনালে জায়গা করে নিল ব্রাজিল। মঙ্গলবার নিজেদের জয়ের ধারাই বজায় রাখল ব্রাজিল। ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছালো ব্রাজিল। নেইমারের পাস থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন প্যাকোয়েতা।
https://twitter.com/CBF_Futebol/status/1412231155731021828?s=19
এদিন পেরুর বিরুদ্ধে তিতের দল শুরু থেকই ছিল আক্রমণাত্মক। গ্যাব্রিয়েল জেসুস না থাকায় তিতের স্ট্র্যাটেজি বদলে ৪-২-৩-১ ছকে খেলায় দলকে।
https://twitter.com/CopaAmerica/status/1412222638919979022?s=19
সামনে নেইমার। ম্যাচের মাত্র ৮ মিনিটে প্যোকোয়েতার পাস থেকে রিচার্লিসন গোলের সুযোগ পেলেও হাতছাড়া হয়।এরপরও রিচার্লিসন বার কয়েক সুযোগ পেলেও ব্রাজিলকে এগিয়ে দিতে পারেননি।ম্যাচের ৩৫ মিনিটে ব্রাজিল পেল তাঁর কাঙ্খিত গোল।প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের শুরু থেকে ব্রাজিল ডিফেন্সে পাল্টা চাপ তৈরি করতে থাকে পেরু।
https://twitter.com/CopaAmerica/status/1412204881704898569?s=19
ম্যাচে কামব্যাক করার চেষ্টায় থাকা পেরুর আক্রমণের ধার বাড়তে থাকায় ক্রমশ চাপ বাড়ে সেলেকাওদের ডিফেন্সে। চাপ থেকে বেরিয়ে আসতে তিতের স্ট্র্যাটেজি।
https://twitter.com/CopaAmerica/status/1412194897927540746?s=19
মাঝমাঠে বল ধরে রেখে খেলো। তাতেই ফের ম্যাচের রাশ ক্রমশ নিজেদের দিকে আনতে শুরু করে ব্রাজিল। অবশেষে ১-০ গোলেই জয় পেয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল।



















