২২ জুন ২০২১: কোপা আমেরিকার শেষ আটে জায়গা করে নীল আর্জেন্টিনা । প্রথমার্ধে যতটা প্রেসিং ফুটবল খেললেন মেসি-ডি মারিয়ারা, দ্বিতীয়ার্ধে তেমনটা দেখা গেল না। সের্জিও আগুয়েরোকে শুরুতে রেখে দল সাজিয়েছিলেন লিওনেল স্কালোনি। ২০১৯ নভেম্বরের পর জাতীয় দলের জার্সিতে খেললেন আগুয়েরো।
https://twitter.com/Argentina/status/1407155276503994369
খেলার দশ মিনিটেই প্যারাগুয়ের লকগেট খোলে আর্জেন্টিনা। মেসি-ডি মারিয়া-পাপু গোমেজ ত্রিফলার অসাধারণ পাসিং ফুটবলে আসে গোল।প্রথমার্ধে বেশ কয়েকবার প্যারাগুয়ের বক্সে হানা দেন মেসি-পাপু গোমেজরা। দ্বিতীয়ার্ধে মেসি-ডি মারিয়াদের আটকাতে মাঝমাঠে অজস্র ফাউল করলেন প্যারাগুয়ের ফুটবলাররা।
https://twitter.com/Argentina/status/1407155276503994369
এ দিনের জয়ের পরে টানা ১৬ ম্যাচ অপরাজিত থাকলেন মেসি-ডি মারিয়ারা।উল্লেখ্য , জেভিয়ার মাসচেরানোর রেকর্ড স্পর্শ করলেন মেসি। জাতীয় দলের জার্সিতে সর্বোচ্চ ১৪৭ ম্যাচ খেলার নজির ছুঁলেন এলএম টেন।