নিজস্ব সংবাদদাতা , মুর্শিদাবাদ,১২ নভেম্বর,২০২০ঃ কপালে চিন্তার ভাঁজ পরেছে মাটি শিল্পীদের আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে মাটির শিল্প এমনটাই বললেন মাটির শিল্পী হীরা পাল ।
প্রতিবারের ন্যায় এইবার কালীপুজোয় মাটির পুতুল বিক্রি হার কমে গেছে । থাবা বসিয়েছে কোভিড- ১৯ । পাশাপাশি নতুন করে কাজের জন্য ছেলে পাওয়া যাচ্ছে না । এই কাজের তেমন কোন লাভের মুখ দেখতে পারছে না শিল্পীরা তাই নতুন করে এই কাজ কেউ করা আর শিখতে চায় না । কোন রকম ভাবে খেয়ে-পরে বেঁচে আছেন মাটির শিল্পীরা । সরকার থেকেও কোনরকম সাহায্য পায়নি তাঁরা । এমনটাই বললেন হীরা পালের স্ত্রী অর্পিতা পাল ।