কোভিড কাঁটায় এখনও স্বস্তি পর্যটকদের নিয়ে জমজমাট দার্জিলিং জেলায়। কোভিডের শুরু থেকেই পর্যটন মুখী দার্জিলিং দুশ্চিন্তার কারন হয়ে ওঠে রাজ্য স্বাস্থ্য দপ্তরের। রাজ্যের মধ্যে কখনও রাজধানী কলকাতার পর আবার কখন টেক্কা দিয়ে রাজ্যে দার্জিলিং জেলায় কোভিড গ্র্যাফ ছিল উর্দ্ধমুখী। তবে এবারে দেশ জুড়ে কোভিডের হানাদারিতে আশঙ্কার মুখে দাঁড়িয়ে রাজ্য।
ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে প্রতি জেলাভিত্তিক ৪০০নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মতো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিআরডিএল ল্যাবে পরীক্ষায়মূলক ভাবে জেলায় কোভিডের অবস্থান যাচাই করা হবে। জানা গিয়েছে জেলার অবস্থান বুঝতে উপসর্গ ব্যতীত ঢালাও নমুনা সংগ্রহ করা হবে। সেমত শিলিগুড়ি জেলা হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালকেই এই জেলায় কোভিড নমুনা সংগ্রহের পরীক্ষামূলক সেন্টার হিসেবে ধরা হয়েছে।
আর ও পড়ুন পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে গান বেঁধেছে মালদার গম্ভীরা দল
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিআরডিএল ল্যাব ইনচার্জ শান্তনু হাজরা জানান দার্জিলিং জেলায় এখন পর্যন্ত কোভিড রেট শূন্য। গত মার্চ মাসের পর আর সেভাবে কোভিডের প্রকোপ দেখা যায়নি। বর্তমানে ১৬-৫০এর মধ্যে নমুনা সংগ্রহে আসছে। তবে পজিটিভের সংখ্যা প্রায় এক মাসের কাছাকাছি সময়তে শূন্য বললেই চলে। এদিকে যদিও জানা গিয়েছে মাঝে এক দিন একটি কোভিড আক্রান্তের খবর মিলেছিল।
জেলা স্বাস্থ্য দপ্তরে তরফে তবে জানানো হয়েছে ২৭শে এপ্রিল থেকে ২৯শে এপ্রিল পর্যন্ত ধাপে ধাপে রাজ্যের নির্দেশ অনুসারে অধিক সংখ্যক নমুনা সংগ্রহ করা হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই সঠিক অবস্থান জানা সম্ভব হবে। কোভিড কাঁটায়