বিনোদন – সাহসী লুক থেকে শুরু করে শাড়ি-সুটে ভক্তদের মন জয় করা ঋতাভরী চক্রবর্তী এবার একেবারে গৃহিণীর সাজে হাজির হয়েছেন। ছোট বোন হিসেবে পরিবারের আদর-স্নেহে বড় হয়েছেন তিনি, তাই সাধারণত বাড়ির কাজ করতে দেখা যায় না তাকে। মা-বোনের কাছে আদর পাওয়ার পাশাপাশি প্রেমিক সুমিতও তাকে খুব যত্নে রাখেন। অভিনয়ের বাইরে অন্য কাজের প্রতি আগ্রহ কম ছিল নায়িকার।
তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে সবাইকে চমকে দিলেন ঋতাভরী। হলুদ ও লাল পাড়ের শাড়ি ও স্লিভলেস ব্লাউজ পরে, কোমরে আঁচল গেঁটে একেবারে গৃহিণীর মতো সাজে ডাল রান্না করছেন তিনি। ভিডিওতে তিনি মুগ ডালের বড়ি দিয়ে রান্নার সহজ রেসিপি শেয়ার করেছেন। ভিডিও পোস্ট করে ঋতাভরী লিখেছেন, “আমি খুব বেশি রান্না করি না, কিন্তু এই সহজ ডাল রেসিপিটাই আমার ভরসার জায়গা।”
এই নতুন লুকে ঋতাভরীকে দেখে ভক্ত-অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাকে।
এই বছরেই প্রেমিক সুমিত অরোরার সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন ঋতাভরী। ডিসেম্বরেই থাইল্যান্ডে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা রয়েছে তাদের। খুবই ব্যক্তিগত পরিবেশে ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হবে। এরপর কলকাতায় ইন্ডাস্ট্রি বন্ধুদের জন্য একটি গ্র্যান্ড রিসেপশন হবে। সাক্ষাৎকারে ঋতাভরী ও সুমিত জানিয়েছেন, শান্তিনিকেতনে একসঙ্গে সময় কাটিয়ে তারা একে অপরের ভালোবাসায় পড়েছিলেন।
