কলকাতা – গতকাল সকালে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন পূর্ব পাড়ার যুবক শুভ প্রামানিক। সকালে নিয়ম মতোই তিনি বাড়ি থেকে কাজে বের হয়েছিলেন।শুভর বাড়ি ২৪ পূর্ব পাড়ায়। সকাল আটটা নাগাদ তিনি মতিলাল গুপ্ত রোডে অবস্থিত একটি কোম্পানিতে কাজে যোগ দেন।কাজের ফাঁকে কোম্পানির ভেতরে একটি জেনারেটর সরানোর সময় আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হন শুভ। মুহূর্তেই অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।সহকর্মীরা তড়িঘড়ি করে তাঁকে উদ্ধার করে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।হঠাৎ এই অকালমৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ও প্রতিবেশীরা। এলাকায় নেমে আসে শোকের ছায়া।
আজ মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে শুভর বাড়িতে আসেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি শোকাহত পরিবারের পাশে থাকার বার্তা দেন।মন্ত্রী জানান, সরকার সবসময় তাঁদের পাশে থাকবে এবং প্রয়োজনে সহযোগিতা করা হবে।এই ঘটনার খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও পৌঁছায়। তিনি ব্যক্তিগতভাবে শুভর পরিবারকে সান্ত্বনা জানান।শুভ বাড়ি থেকে বেরোনোর কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রী সরাসরি শুভর দাদার সঙ্গে ফোনে কথা বলেন।
আলাপচারিতায় মুখ্যমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং এই কঠিন সময়ে সাহস জোগান।
