ইমরানকে সুপ্রিম কোর্টে তলব। এবার পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে তলব করল সংশ্লিষ্ট দেশের সুপ্রিম কোর্ট। সাত বছর আগে সামরিক বাহিনীর একটি স্কুলে হামলা মামলার সঙ্গে সংশ্লিষ্ট পাকিস্তানের প্র৪ধানমন্ত্রী ইমরান খানকে তলব করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। তলবের পর আজ বুধবার নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর সুপ্রিম কোর্টে তিনি হাজির হন। ১১টার মধ্যে সুপ্রিম কোর্টে হাজিরা দেওয়ার জন্য তলব করা হয়েছিল ইমরানকে। এই মামলা চলাকালীন অ্যাটর্নি জেনারেল আদালতের থেকে কিছু সময় চায় । কিন্তু, সরকারি আইনজীবীর এই মন্তব্য শুনে তীব্র ক্ষোভ প্রকাশ করে আদালত।
আরও পড়ুন – শুধু খাবার খেলেই নয়, খাবারের গন্ধ শুকলেও মোটা হতে পারে মানুষ!
আদালত জানায়, প্রধানমন্ত্রীকে আদালতে উপস্থিত হতেই হবে। আর্মি পাবলিক স্কুলে আতঙ্কবাদী হামলার ঘটনায় যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রাণ হারিয়েছিলেন, এদিন তাঁদের বাবা-মা শুনানি চলাকালীন উপস্থিত ছিলেন আদালতে। ২০১৪ সালে পাকিস্তানের পেশওয়ারের একটি আর্মি পাবলিক স্কুলে (এপিএস) তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যরা হামলা চালিয়ে অন্তত ১৪৭ জনকে হত্যা করে। নিহতদের কমপক্ষে ১৩২ জন শিশু। এই ঘটনায় দেশটির আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে।
পাকিস্তানের এক সময়ের নিষিদ্ধ এই সংগঠনের সঙ্গে দেশটির বর্তমান সরকার পুরোপুরি অস্ত্র-বিরতির ঘোষণা দেওয়ার পর বুধবার সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী ইমরান খানকে তলব করেন। ইমরান খানকে তলবের পর সুপ্রিম কোর্ট এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সুপ্রিম কোর্টে ইমরান খানের উপস্থিতিতে ওই মামলার শুনানি শুরু হয়। সুপ্রিম কোর্টের ১ নম্বর আদালত কক্ষে বেশ কয়েকজন আইনজীবী, নিরাপত্তা কর্মকর্তা এবং এপিএস স্কুলে হামলায় হতাহতদের পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন ইমরান খান।
উল্লেখ্য, পাকিস্তান সুপ্রিম কোর্টের তিন বিচারপতি গুলজার আহমেদ, কাজি মহম্মদ আমিন এবং বিচারপতি ইজাজুল আহসান এর বেঞ্চ এদিন ইমরান খানকে তলব করে। কিন্তু, তার দুই ঘণ্টা পরে তিনি আদালতে পৌঁছন। এরপরেই আবার এই মামলার শুনানি শুরু হয়েছে। এদিন বিচারপতি আহসান বলেন, ‘আর্মি পাবলিক স্কুলের ঘটনায় যে অভিভাবকরা সন্তানদের হারিয়েছেন তাঁদের সুন্তুষ্টি প্রয়োজন।’
আর ও পড়ুন বিশ্ব বিজ্ঞান দিবস পালিত হয় কেন? জানুন এর গুরুত্ব
এদিন শুনানি শুরুর পরেই প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল খালিদ জাভেদ খানকে জিজ্ঞাসা করেন প্রধানমন্ত্রী কি আদালতে পৌঁছেছেন। এর জবাবে তিনি জানান, আদালত যে প্রধানমন্ত্রী তলব করেছে সেই নোটিশ এখনও তাঁকে দেওয়া হয়নি। তিনি প্রধানমন্ত্রীকে জানিয়ে দেবেন। এরপরেই উষ্মা প্রকাশ করে বিচারপতি বলেন, ‘ বিষয়টি কেন এত হালকাভাবে নেওয়া হল?