কোলকাতার সাথে পাল্লা দিয়ে শিল্পাঞ্চলেও থিমের লড়াই

কোলকাতার সাথে পাল্লা দিয়ে শিল্পাঞ্চলেও থিমের লড়াই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কোলকাতার সাথে পাল্লা দিয়ে শিল্পাঞ্চলেও থিমের লড়াই। দোরগোড়ায় কড়া নাড়ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। মন্ডপে মন্ডপে চলছে শেষ পর্যায়ের কাউন্ট ডাউন। পিছিয়ে নেই চৈতন্য মহাপ্রভু ও বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পদধূলি ধন্য উত্তর শহরতলীর ঐতিহাসিক শহর সোদপুর-পানিহাটি ও ব্যারাকপুরের পুজো উদ্যোক্তারাও। থিম ভাবনায় তারা একে অপরকে টেক্কা দিতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যাস্ত।

 

সোদপুর উদয়ন সঙ্ঘের এবারের থিম “যাত্রা”। মন্ডপ সজ্জা ও প্রতিমায় রয়েছে অভিনবত্বের পুর্ন বিকাশ। বর্তমান যুগে টেলিভিশন ও মোবাইলের দাপটে যাত্রা শিল্প কার্যত রুগ্ন দশায় পরিনত হয়েছে। এই শিল্পের সাথে যুক্ত কলাকুশলীরা একপ্রকার চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। এখানে যাত্রা শিল্পের বর্তমান রুগ্নদশা প্রাপ্ত হাল হকিকত মন্ডপ সজ্জার মাধ্যমে শিল্পী পার্থ মাইতি তার শৈল্পিক ভাবনায় নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন।

 

পুজো কমিটির মুল উদ্যোক্তা সম্রাট চক্রবর্তী জানান, বাংলার যাত্রা জগতের একমাত্র ঠিকানা কোলকাতার চিৎপুর। এর সাথে জড়িয়ে আছে অনেক নষ্টালজিক স্মৃতিপট। তার মধ্যে উল্লেখযোগ্য ট্রাম গাড়ি ও হাতে টানা রিকশা। এখানে মন্ডপ সজ্জায় সেই সমস্ত বিস্মৃত স্মৃতিকে তুলে ধরা হয়েছে। মন্ডপের সঙ্গে সাযুজ্য রেখেই এখানে মৃন্ময়ী মাকে চিন্ময়ী রুপ দেওয়া হয়েছে সাবেকিয়ানায়। আমরা চাই বাংলার সাংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে গ্রাম বাংলার যাত্রাপালা আবার স্বমহিমায় ফিরে আসুক।

 

পাল্লা দিয়ে সোদপুরের নবদয় সঙ্ঘের ৭৩ তম বর্ষের মাতৃ বন্দনায় এবছরের থিম “শক্তি রুপেনো সংস্থিতা”। এখানে দশভূজা মা দূর্গা,অশুভ শক্তির বিনাশের বিভিন্ন রুপকে তুলে ধরা হয়েছে মন্ডপ সজ্জায়। এই পুজোর শিল্প ভাবনায় শিল্পী বিকাশ বিশ্বাস। মুল উদ্যোক্তা কাউন্সিলর তীর্থঙ্কর ঘোষ। ব্যারাকপুরের তালপুকুর বারোয়ারীর শত বর্ষে এবারের দুর্গাপূজার থিম “শুরু থেকে শুরু”।

 

শিল্পী প্রিতম দাসের ভাবনায় মন্ডপ সজ্জার ভেতর ও বাইরের দৃশ্যেপট জন্মের পর মাতৃ শিক্ষা, কৈশোর জীবন, কর্মজীবন, বার্ধক্যের পর মৃত্যু,ফের পুনর্জন্ম। মনুষ্য জীবনে প্রতিটি অধ্যায় চালচিত্রের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। জন্ম,মাতৃ ক্রোড়ে শিক্ষা,বার্ধক্য থেকে শুরু করে মৃত্যু ও পুনর্জন্ম সবটাই পটচিত্র ও মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। পুজো কমিটির যুগ্ম সম্পাদক সুদীপ্ত মৈত্র ও অরিত্র দে আশাবাদী,তাদের এই শিল্প ভাবনায় আকৃষ্ট হয়ে পুজো মন্ডপে প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top