আগামী ২১শে জুন কোলকাতা নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে তৃনমূল সুপ্রিমোর ডাকা সভাকে সাফল্য মন্ডিত করতে জেলাস্তরের নেতৃত্বদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হল বুধবার বহরমপুর গ্রান্টহলে। মুর্শিদাবাদ জেলা তৃনমূলের ডাকা এদিনের এই সভায় উপস্থিত ছিলেন জেলা তৃনমূলের সভাপতি সুব্রত সাহা, জেলার সকল বিধায়ক, সমস্ত পৌরসভার চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সকল সদস্য সহ জেলা স্তরের সকল নেতৃত্ব। এদিনের এই সভায় গত পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ ভাবে করার জন্য সমস্ত স্তরের নেতৃত্বকে সম্বর্ধনা দেওয়া হয় জেলা তৃনমূলের তরফ থেকে। পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনের জন্য সকল স্তরের নেতৃত্বদের সাথে পরামর্শ করার পাশাপাশি নির্বিঘ্নে নির্বাচন করার নির্দেশও দেওয়া হয় মুর্শিদাবাদ জেলা তৃনমূলের সকল স্তরের নেতৃত্বদের। মূলত লোকসভা নির্বাচনের প্রাক্কালেজেলায় দলীয় সংগঠন মজবুত করার উদ্দেশ্যে এদিনের এই আলোচনা সভার আয়োজন বলে জানান মুর্শিদাবাদ জেলা তৃনমূলের সভাপতি সুব্রত সাহা।