পুরুলিয়া – এসআইআর প্রক্রিয়া ঘিরে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে দেখা দিল চাঞ্চল্যকর ঘটনা। বাড়ি বাড়ি গিয়ে বিএলওদের হাতে পাওয়া এসআইআর ফর্ম দেখে আঁতকে উঠলেন স্থানীয় বাসিন্দা অশোক ঘাঁটা। কারণ, ফর্মে ছবির জায়গায় তাঁর নিজের ছবি না থেকে জ্বলজ্বল করছে এক মহিলার ছবি! এই ঘটনায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় ও অশোকবাবুর পরিবারে।
কোলাঘাটের খন্যাডিহি গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর দক্ষিণপাড়া বুথের বাসিন্দা অশোক ঘাঁটা দীর্ঘদিন ধরেই ওই এলাকায় বসবাস করছেন। নিয়ম মেনে অন্যান্যদের মতো তাঁর বাড়িতেও বিএলও এসে এসআইআর ফর্ম দিয়ে যান। ফর্ম হাতে নিতে গিয়েই চমকে ওঠেন তিনি—কারণ পরিচয় অংশে যে ছবি থাকার কথা তাঁর, সেখানে রয়েছে সম্পূর্ণ অচেনা এক মহিলার ছবি।
অশোকবাবু বিষয়টি বিএলওকে জানালে তিনি জানান, আপাতত ভুল ছবিটি থাকা অবস্থাতেই তথ্য ফিলআপ করে জমা দিতে হবে। পরে সংশোধনের ব্যবস্থা করা যাবে। কিন্তু এই ব্যাখ্যায় কোনও আশ্বাস পাননি অশোকবাবু ও তাঁর পরিবার। তাঁদের আশঙ্কা—এই ভুলের জেরে তাঁর নাম যদি ভোটার লিস্ট থেকে বাদ পড়ে, তা হলে পরিবারের বাকিদের ওপরও কি প্রভাব পড়বে? নাগরিকত্ব বাতিল বা উদ্বাস্তু হওয়ার ভয় জেঁকে বসেছে পরিবারের মনে।
একই ধরনের আরও একটি ঘটনা সামনে এসেছে। বিমলা দাস নামে এক মহিলার এসআইআর ফর্মে তাঁর ছবির জায়গায় উঠে এসেছে এক অজ্ঞাতপরিচয় পুরুষের ছবি। ফলে এলাকায় আতঙ্কের পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও।
স্থানীয় এক বিজেপি নেতা দাবি করেছেন, এমন ভয়াবহ ভুল অবিলম্বে সংশোধন করা উচিত। অন্যদিকে, শাসক দলের নেতা-কর্মীরা নির্বাচন কমিশনের দিকেই অভিযোগের আঙুল তুলছেন। এসআইআর প্রক্রিয়া ঘিরে এই ত্রুটি আরও বড় সংকটে রূপ নেবে কি না, তা নিয়ে উদ্বেগে দিন কাটাচ্ছেন কোলাঘাটের বাসিন্দারা।




















