বিনোদন – মা হওয়া যতটা আনন্দের, ততটাই দায়িত্বের। বিশেষ করে বিনোদন জগতের সঙ্গে যুক্ত মায়েদের জন্য এই ভার অনেকখানি বেশি। সন্তানকে সময় দেওয়ার পাশাপাশি কাজের চাপও সামলাতে হয়। টলিপাড়ায় ইতিমধ্যেই শ্রীময়ী চট্টোরাজ ও অনিন্দিতা রায়চৌধুরীর মতো অভিনেত্রীরা মাতৃত্বের পর ফের শ্যুটিংয়ে ফিরেছেন। এবার তাঁদের তালিকায় যোগ হল আর এক নাম রূপসা চট্টোপাধ্যায়।চলতি বছরের শুরুতেই মা হয়েছেন রূপসা। আর সাড়ে তিন মাস পেরোতেই কাজে ফিরলেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়ায় একটি মিরর সেলফি পোস্ট করেছেন রূপসা, যেখানে মেকআপ রুমে ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। ক্যাপশনে লিখেছেন “আমার একরত্তিকে নিয়ে আমি ফিরে এসেছি। ভাবুন তো কী হচ্ছে!”
রূপসা জানান, একটি ওয়েব সিরিজের লুক টেস্টের জন্য এসেছিলেন, তাই ছেলেকে সঙ্গে করেই এনেছেন। তিনি স্পষ্ট জানান, ছেলে এখনো স্তন্যপান করে, তাই তাঁকে ফেলে রেখে যাওয়ার প্রশ্নই নেই। পাশে থাকছেন রূপসার মা, যিনি তাঁর কাজে সহায়তা করছেন। অভিনেত্রীর কথায়“ছেলে সঙ্গে থাকলে মনটা শান্ত থাকে। এখন একটু বড় হয়েছে, লোকজন দেখলে আর আগের মতো কাঁদে না।”তবে রূপসার এই যাত্রাপথ শুরু হয়েছিল অনেক আগেই। অন্তঃসত্ত্বা অবস্থাতেই ‘বিনোদিনী’ ছবির প্রচারে অংশ নিয়েছিলেন তিনি। তখনও চোখেমুখে ছিল কাজের আনন্দ। তাই বলা যায়, রূপসার সন্তান গর্ভাবস্থাতেই মায়ের পেশার সঙ্গে জুড়ে গিয়েছে। জন্মের পর মায়ের কোলে থেকে সরাসরি আলো-আড়াল, ক্যামেরা ও শ্যুটিং ফ্লোরের সঙ্গে পরিচয়।
