নিজস্ব সংবাদদাতা, ১২ নভেম্বর, ভারতে ছেলেদের ক্রিকেট নিয়ে যে প্রকার উত্তেজনা তৈরি হয় তার ছিটেফোঁটাও হয়না মেয়েদের ক্রিকেটের ক্ষেত্রে। ছেলেদের ক্রিকেটের দর্শক সংখ্যার অর্ধেকেরও কম দর্শনার্থী মেয়েদের ক্রিকেট দেখেন। অথচ জাতীয় দলের নীল জার্সি গায়ে একের পর এক কীর্তি গড়ে চলেছেন দেশের মেয়ে ক্রিকেটারা। রেকর্ড ভাঙ্গায় যিনি সবার থেকে এগিয়ে সেই বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন স্মৃতি মন্ধানা। ভারতীয় ক্রিকেটার হিসাবে তিনি ২০০০ রান করলেন।
বিরাট কোহলি, সৌরভ গঙ্গোপাধ্যায়, নভজ্যোত্ সিং সিধুর মতো মহাতারকাগন ২০০০ রানের মাইলস্টোন ছুঁয়েছিলেন। ৬ নভেম্বর অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ জেতানো হাফ সেঞ্চুরি ৬৩ বলে ৭৩ রান করার পথেই রেকর্ড গড়লেন স্মৃতি।স্মৃতির এই কীর্তির পরেই সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে একের পর এক প্রশংসাসূচক বার্তায়।




















