টলিউড অভিনেত্রী কোয়েলকে ‘হট’ বললেন সাংসদ ও অভিনেত্রী মিমি, কেন? কোয়েল মল্লিক যে কতটা হট কেক বিশ্বাস করবেন না। কোয়েল মল্লিক বাংলা চলচ্চিত্রের মূল ধারার একজন প্রথম শ্রেণীর অন্যতম নায়িকা অভিনেত্রী।
অভিনেতা রঞ্জিত মল্লিকের এই কন্যা তার প্রথম ছবি থেকেই দর্শকের মন জয় করে নিয়েছেন। বহু জনপ্রিয় বাংলা ছবিতে তার অভিনয়ের পারদর্শীতা তাকে বিখ্যাত করেছেন। তিনি এমন একজন অভিনেত্রী যার ঝুলিতে কোনোদিনও খোলামেলা পোশাক, বোল্ড সিন, কিংবা বেফাঁস মন্তব্য এই শব্দগুলোর এন্ট্রি হয়নি। কিন্তু আজ ‘হৃদয়ের রং’-এ সোশ্যাল মিডিয়ায় হটকেক নবাবনন্দিনী। নেপথ্যে মৈনাকের ‘ঘরে বাইরে’।
অভিনেত্রী কোয়েল মল্লিক সাদা টপ-ডেনিমে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে নতুন ছবি প্রকাশ করলেন। সেই ছবির ক্যাপশনে টলিউড অভিনেত্রী লিখেছেন, ‘জীবন অত্যন্ত ছোট। নিজের সেরা হওয়ার চেষ্টা করো’। বরাবরই কন্ট্রোভার্সি এড়িয়ে চলেন অভিনেত্রী। অনেকেই পলিটিক্যালি কারেক্টও বলে থাকেন তাকে।
আর ও পড়ুন দশম পাশেই রেলে চাকরি পেতে পারেন, জানুন বিস্তারিত
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ হয়েছেন অভিনেত্রী। বিভিন্ন সময় নানা পোস্ট দিতেও দেখা যাচ্ছে কোয়েল মল্লিককে। তার এই ছবি দেখে কোয়েলকে ‘হট’ বলে বসলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। বরাবরই নিজের কাজ ও পরিবারের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রেখে চলেছেন কোয়েল। ২০২০ সালে ৫ মে মা হয়েছেন তিনি। পুত্র সন্তান কবীরকে নিয়ে বেশ ব্যস্ত কোয়েল। তবে তার মধ্যে চলেছে ছবির কাজ থেকে স্বাস্থ্য চর্চা।
অন্তঃসত্ত্বা অবস্থা সব মেয়েদেরই ওজন বৃদ্ধি হয়। তবে মা হওয়ার ছয় মাসের মধ্যে ওজন কমিয়ে শেপে ফিরে সকলকে প্রায় চমকে দিয়েছিলেন কোয়েল। রবিবার দুপুর বেলা যে ছবি দিয়েছেন নায়িকা তার অর্থ অবশ্য বেশ গভীর। তিনি লিখেছেন,একটাই তো জীবন। সেই জীবনটাও ছোটই।
সকলকেই চলে যেতে হবে একদিন না-একদিন। তাই নিজের সেরা হও! নিজের সবটা দিয়ে কাজ করো। সাফল্য আসবেই। তার এই ছবিতে মিমি যেমন ‘হট’ লিখেছেন, তেমনই কোয়েলকে ‘মাইন্ডব্লোয়িং’ বলেছেন অঙ্কুশ।