নিউজ ডেস্ক : জনপ্রিয় রিয়েলিটি শো কৌন বনেগা ক্রোড়পতি-র নাম সকলেরই জানা । এবার ১১ টম সিজনে ১ কোটি টাকা জিতে নিলেন স্কুলের মিডডে মিলের রাঁধুনি ববিতা।জানা গেছে অন্ধ্রপ্রদেশের অমরাবতীর বাসিন্দা তিনি । অমরাবতীর একটি সরকারি স্কুলে বাচ্চাদের মিড ডে মিল রান্না করেন । স্কুলে ছাত্র সংখ্যা ৪৫০ জন ল তবে রোজ এত জনের রান্না করে বেতন পান মাত্র ১৫০০ টাকা। শুধুমাত্র বাচ্চাদের ভালোবাসেন, তাদের মুখের একটু হাসির জন্যই তিনি এই কাজ করেন l স্কুলের বাচ্চারাও তাকে ভালোবেসে কাকু বলে ডাকে l টাকা জিতে কি করবেন তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন সকলের মোবাইল আছে আমার শুধু নেই তাই একটা মোবাইল নেব l যদিও তার মোবাইল-এর স্বপ্ন পূরণ করতে একটা মোবাইল গিফট পেয়েছেন শো থেকেই।
কৌন বনেগা ক্রোড়পতি শো-এ ১ কোটি টাকা জিতলেন মিডডে মিলের রাঁধুনি
কৌন বনেগা ক্রোড়পতি শো-এ ১ কোটি টাকা জিতলেন মিডডে মিলের রাঁধুনি
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram