নিজস্ব সংবাদদাতা, বীরভূম:- ভাদ্র মাসের এই তিথি বহু মানুষের কাছে গুরুত্বপূর্ণ। যে সকল মানুষেরা ধর্ম, তন্ত্র, মন্ত্র, সাধনা এবং ঈশ্বর বিশ্বাসী তাদের কাছে এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন, কারণ ভাদ্র মাসের এই তিথি হল প্রসিদ্ধ কৌশিকি অমাবস্যা। আর কৌশিকি অমাবস্যার সাথে তারাপীঠের অঙ্গাঅঙ্গি সম্পর্ক। কৌশিকী অমাবস্যা নিয়ে নানান পৌরাণিক কাহিনী রয়েছে, যেসকল পৌরাণিক কাহিনীতে উঠে আসে পরাক্রমশালী অসুর শম্ভু নিশুম্ভকে হ’ত্যা করার কাহিনী। এছাড়াও এই তিথিকে কেন্দ্র করে উঠে আসে তারা মায়ের একনিষ্ঠ সাধক বামাক্ষ্যাপার কাহিনী। প্রতিবছর কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে দেশের অন্যতম শক্তিপীঠ বীরভূমের তারাপীঠে কয়েক লক্ষ মানুষের সমাগম হয়ে থাকে। তবে অন্যান্য বছরের তুলনায় তারাপীঠের এবছরের কৌশিকী অমাবস্যার ছবিটা সম্পূর্ণ আলাদা। কারণ একটাই করোনা ভাইরাস। করোনা সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই তারাপীঠ মন্দির কমিটি, টিআরটিএ এবং বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে তারাপীঠ মন্দির সাধারণ ভক্তদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি এবছর তারাপীঠ মহাশ্মশানে কোনরকম যজ্ঞের আয়োজন করা হবে না। কেবলমাত্র রীতি মেনে মায়ের আরাধনা করা হবে বলে জানানো হয়েছে।
কৌশিকী অমাবস্যায় পূর্ণার্থী শূন্য তারাপীঠের মা তারার মন্দির।
কৌশিকী অমাবস্যায় পূর্ণার্থী শূন্য তারাপীঠের মা তারার মন্দির।
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram