কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে সাধু-সন্ন্যাসীদের ভিড়, মহাযজ্ঞের আয়োজন

কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে সাধু-সন্ন্যাসীদের ভিড়, মহাযজ্ঞের আয়োজন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বীরভূম – আজ কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে উপচে পড়েছে সাধু-সন্ন্যাসী ও ভক্তদের ভিড়। এই বিশেষ দিনে, সাধক বামাক্ষ্যাপা মা তারার দর্শন লাভ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। সেই পুণ্য স্মৃতিকে ঘিরে প্রতিবছরের মতো এবারও তারাপীঠে আধ্যাত্মিক উন্মাদনা ও ভক্তিমূলক পরিবেশ তৈরি হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য সাধক ও সন্ন্যাসী ভিড় জমিয়েছেন সিদ্ধিলাভের আশায়।

কৌশিকী অমাবস্যা হিন্দু ধর্মীয় বিশ্বাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনটিকে মা তারার শক্তি আরাধনার অন্যতম শুভ সময় হিসেবে ধরা হয়। তারাপীঠ মন্দির, শ্মশানভূমি এবং আশপাশের সাধক আখড়াগুলিতে দিনভর চলেছে বিশেষ পূজা, হোম-যজ্ঞ ও নানা আচার-অনুষ্ঠান। মন্দির প্রাঙ্গণ ও শ্মশান ঘাটে মহাযজ্ঞের আয়োজন করে তন্ত্রসাধক ও ভক্তরা মা তারার কৃপালাভের উদ্দেশ্যে বিশেষ তপস্যায় নিমগ্ন হয়েছেন।

সাধক বামাক্ষ্যাপার জীবনী ও তাঁর সিদ্ধি অর্জনের কাহিনি এই দিনটির গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে। বিশ্বাস করা হয়, আজকের এই পবিত্র তিথিতেই তিনি মা তারার দর্শন পেয়েছিলেন। সেই স্মৃতিকে সামনে রেখেই তারাপীঠে প্রতি বছর কৌশিকী অমাবস্যায় বিশেষ আয়োজন হয়। আজও তারাপীঠ মন্দিরের চারপাশে ভক্তদের ঢল নেমেছে, দেদীপ্যমান প্রদীপশিখা আর ভক্তিমূলক সঙ্গীতে মুখরিত হয়ে উঠেছে সমগ্র পরিবেশ।

মা তারার কৃপা ও সিদ্ধিলাভের আশায় দিনভর তারাপীঠে চলতে থাকবে পূজা, হোম এবং তান্ত্রিক আচার-অনুষ্ঠান। এই বিশেষ দিনে হাজার হাজার ভক্ত ও সাধক একত্রিত হয়ে আধ্যাত্মিক শক্তির অন্বেষণে নিমগ্ন থাকবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top